বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনার ঘোষণা আওয়ামী লীগের
২ জুলাই ২০১১আবার ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান হুবহু ফিরিয়ে আনবে৷
পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে শাসক দল আওয়ামী লীগ তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল৷ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এই সংশোধনী নিয়ে নানা জনের নানা মত আছে৷ এমনকি মহাজোটের মধ্যেও অসন্তোষ আছে৷ কিন্তু তিনি মনে করেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ এই সংশোধনী পছন্দ করেছে৷ এই সংবিধান রক্ষায় তাঁর সরকার ও দল দৃঢ় প্রতিজ্ঞ৷
তিনি বলেন, আওয়ামী লীগ নিজেও এই সংশোধনী নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়৷ তারা চায় বাহাত্তরের সংবিধান অবিকৃতভাবে ফিরিয়ে আনতে৷ তাই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বাহাত্তরের সংবিধান অবিকৃতভাবে ফিরিয়ে আনবে৷
তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, এখনো সুযোগ শেষ হয়ে যায়নি৷ তাঁর কোন প্রস্তাব ফর্মুলা থাকলে তিনি তা সংসদে উত্থাপন করতে পারেন৷ সংবিধান সংশোধনের এখনো সুযোগ আছে৷
অন্যদিকে, আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেছেন, এমন এক সংশোধনী পাস করেছেন যাতে প্রগতিশীলরাও অখুশি আর প্রতিক্রিয়াশীলরাও অখুশি৷ এ থেকেই মনে হয় সাধারণ মানুষ এতে খুশি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই