বাহামায় হারিকেন ডোরিয়ানের আঘাত
৩ সেপ্টেম্বর ২০১৯রোববার রাতে আবাকো দ্বীপের এলবো কে এলাকা দিয়ে ডোরিয়ান স্থলভাগে উঠে আসে৷ এসময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ৩৫৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল বলে রয়টার্স জানিয়েছে৷
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে৷, হারিকেনটি আঘাত হানার পর প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে স্বাভাবিক জোয়ারের থেকে ১৮ থেকে ২৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হয়৷ এর তাণ্ডবে বহু ঘরের ছাদ উড়ে গেছে, জলোচ্ছ্বাস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক জায়গা৷
হারিকেনটির গতিপথ বিশ্লেষণ করে এনএইচসি বলছে, গ্রেট আবাকো দ্বীপ ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের মধ্যে এটি ফ্লোরিডার পূর্ব উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে৷
পাঁচ ধাপের সাফির-সিম্পসন উইন্ড স্কেলে ডোরিয়ানকে প্রাণসংহারী পাঁচ ক্যাটাগরির হারিকেন হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচদিন পর্যন্ত ডোরিয়ান হারিকেন হিসেবে থেকে যাবে বলে ধারণা করছে এনএইচসি৷
হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে অনেক বাড়ির অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে গেছে৷ পুরো দ্বীপ ছেয়ে গেছে দুমড়ে মুচড়ে যাওয়া ধাতুর খণ্ড ও ছিন্ন কাঠের টুকরায়৷ বাহামা দ্বীপপুঞ্জের ৭০০ দ্বীপের অধিকাংশেই বিদ্যুৎ চলে গেছে৷
এসআই/কেএম (রয়টার্স)