বাহারী ফ্যাশন
দিন যত গড়াচ্ছে ফ্যাশন দুনিয়ায় যোগ হচ্ছে নতুন মাত্রা৷ মিনিস্কার্টের পাশাপাশি এখন হিজাবও আধুনিক ফ্যাশনের অনুষঙ্গ৷
বাতিল কাপড়
ফেলে দেওয়া কাপড় দিয়ে টি-শার্ট, সোয়েটারসহ নানান ধরনের পোশাকের ডিজাইন করেছেন ডিজাইনার রেট আউস৷
মুসলিম ফ্যাশন
পশ্চিমা ফ্যাশন জগতেও সাড়া ফেল দেয় ডিয়ান পেলাঙ্গির মুসলিম ফ্যাশন৷ ২৭ বছরের এই তরুণী হাতেগোনা মুসলিম ফ্যাশন ডিজাইনারদের একজন৷ তিনি লন্ডন, মিলান ও নিউ ইয়র্কের ক্যাটওয়াকসে নিজের কাজ তুল ধরেন৷
স্পোর্টস ফ্যাশন
পোশাক, জ্যাকেট ও রাজনৈতিক বার্তাবাহী স্কার্ফের পাশাপাশি এখন স্পোর্টস ফ্যাশনও হচ্ছে৷ এ ধরনের ফ্যাশন পণ্যগুলোর মধ্যে নাইকির হিজাব এবং আহেদা জেনেট্টির আলোচিত সাঁতারের বিকিনি ছিল৷
হিজাব ফ্যাশন
ছবিতে লাল-সাদা-নীল রঙের হিজাব পরিহিত ১৯ বছরের ধর্মপ্রাণ মুসলিম হালিমা এডেনকে দেখা যাচ্ছে৷ এর নারী শুধু হিজাবই পরেন না, ঢেকে রাখেন শরীর শরীর৷ এরপরেও ফ্যাশন জগতে তাঁর সাফল্য দেখবার মতো৷
মিনি স্কাট
ষাটের দশকে দাদির পোশাক ছোট করে স্কার্ট বানান ফ্যাশন ডিজাইনার মেরি কোয়ান্ট৷ সেই থেকে এখনও চলছে ছোট্ট এই পোশাকটি৷
টায়ার স্যুট
রাবার ও চামড়ার এই ‘টায়ার’ স্যুটটি ম্যুগলের সতীর্থ ডিজাইনার আবেল ভিলারেয়ালের সঙ্গে মিলে করেছেন৷ এটি তাঁর ১৯৯৭ সালের বসন্ত/গ্রীষ্মের পোকা (লেস আঁসেক্ট) কালেকশন থেকে নেওয়া৷
কল্পিত প্রাণী
লা শিমের হলো ম্যুগলেরের এক অনবদ্য কাজ৷ ১৯৯৭-৯৮ সালে তাঁর ফল/উইন্টার কালেকশনে ছিল এটি৷ এমন পোশাক পরবর্তীতে অনেক অপেরা হিরোইনকেও উদ্বুদ্ধ করেছে৷
জীবন্ত মোটর সাইকেল
বিখ্যাত গায়ক জর্জ মাইকেলের ১৯৯২ সালের হিট ভিডিও ‘টু ফান্কি’র ভিডিওটি পরিচালনা করেন ম্যুগলের৷ তখন তিনি এমন রঙচঙা পোশাক ডিজাইন করেন যেখানে বুকে মোটর সাইকেলের সামনের লুকিং গ্লাস ও কোমরে হাতল জুড়ে দেন৷