বাড়ছে ঘৃণা ছড়ানো, তাই ‘এক্স’ ছাড়ল বর্ণবাদবিরোধী সংস্থা
১৫ অক্টোবর ২০২৩জার্মান বর্ণবিদ্বেষবিরোধী সংস্থা ফেডারেল অ্যান্টি-ডিসক্রিমিনেশন এজেন্সি বা এফএডিএ বুধবার জানিয়েছে যে এক্স-এ সাম্প্রতিক সময়ে হেট স্পিচ ‘ব্যাপকভাবে' বেড়েছে৷
বিশেষ করে টেসলার প্রধান ইলন মাস্ক সাবেক টুইটার বা এক্সের মালিকানা পাবার পর থেকে লক্ষণীয়ভাবে বেড়েছে এই মাধ্যমে বিদ্বেষপূর্ণ, ঘৃণা ছড়ায় এমন মন্তব্য৷
আরো যা বলছে এফএডিএ
বুধবার একটি বিবৃতি দিয়ে এফএডিএ জানায় যে বিশেষ করে লিঙ্গরূপান্তরকামী ও সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষের প্রচার দেখা যাচ্ছে এক্সে৷ সাথে, এই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্লা দিয়ে বাড়ছে বর্ণবাদী, ইহুদিবিদ্বেষী ও অন্যান্য সমাজবিরোধী আচরণ, জানায় তারা৷
তাদের মতে, ‘‘এক্স আর আগের মতো নিরাপদ পরিবেশ দিচ্ছে না৷''
এজেন্সির কমিশনার ফেরদা আটামান বলেন যে অন্যান্য দেশের সরকার ও সরকারি সংস্থাদের ভেবে দেখা উচিত, তারা এমন একটা প্ল্যাটফর্মে থাকতে চান কি না, যা ‘গুজব ছড়াবার ময়দানে' পরিণত হয়েছে৷
প্ল্যাটফর্মটিকে নিরাপদ করতে এই খাতে আরো বিনিয়োগ দরকার, বলেন আটামান৷ কিন্তু সেটা জনতার করের কতটা সঠিক ব্যবহার হবে, সে বিষয়ে সন্দিহান তিনি৷
বাড়ছে গুজব ছড়ানোর প্রবণতা
শনিবার হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনার আক্রমণ শুরু হবার পর থেকেই স্যোশাল মিডিয়া ভরে ওঠে ভুয়া খবর, গুজব ও নকল ছবিতে৷
জার্মান রাজনীতিকরা এখন পর্যন্ত এক্স ছেড়ে বেরিয়ে আসার পক্ষে নন, কারণ এই প্ল্যাটফর্ম যত দ্রুত মানুষের কাছে নিয়ে যেতে পারে, তার বিকল্প এখনও নেই৷ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন অর্থ, স্বরাষ্ট্র বা পররাষ্ট্র, তাদের এক্স বা টুইটার হ্যান্ডেল চালু রেখেছে৷ খোদ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বা জার্মান সরকারেরও রয়েছে আলাদা এক্স হ্যান্ডেল৷
মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়ন জানায় যে, তারা সহিংসতাকে আশকারা দেয় এমন কন্টেন্টের পাশাপাশি ভুয়া খবর নিয়ে ইলন মাস্ককে সতর্ক করেছে৷
ইইউ'র ইন্টারনাল মার্কেট চিফ থিয়েরি ব্রেটন এক্সকে একটি চিঠিতে ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের' সাথে যোগাযোগ করে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেবার কথা বলেন৷
এক্স জানায়, এই সব বিষয়ে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে ও পদক্ষেপ নিয়েছে৷
এসএস/এআই (রয়টার্স, এএফপি)