1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়তি ভাড়া ফেরত পেলেন বাস যাত্রীরা

২৯ আগস্ট ২০১৮

ঈদের সময় কাঙ্খিত গন্তব্যে যেতে উদগ্রীব যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে দেখা যায় অনেক বাস কোম্পানিকে৷ কিন্তু কখনো কি শুনেছেন নিরাপত্তা বাহিনীর কেউ সেই টাকা আবার যাত্রীদের ফেরত দেয়ার ব্যবস্থা করেছেন?

https://p.dw.com/p/33vT5
ছবি: DW/Muhammad Mostafigur Rahman

ঘটনা বাংলাদেশের৷ এক যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাস কোম্পানির আদায় করার বাড়তি টাকা বাসের মধ্যেই যাত্রীদের কাছে ফেরত দিচ্ছেন এক ব্যক্তি৷ সেই ঘটনার একাধিক ভিডিও সোমবার প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়৷

ফেসবুকে সেই ঘটনা সম্পর্কে তানভীর অমি লিখেছেন, ‘‘কুষ্টিয়া থেকে ঢাকার ঈদের বাসের ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে মোবাইল কোর্ট৷ ৪০০ টাকা ফেরত পেলাম প্রতি টিকিটে৷ মোট ১২০০ টাকা ফেরত পেলাম৷ কুষ্টিয়া থেকে ঢাকা যাবার পথে পাবনার দাশুরিয়া মোড়ে মোবাইল কোট বসে৷''

বাসযাত্রীদের বাড়তি টাকা ফেরত দেয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী৷ তাঁদের মতে, এমন উদ্যোগ নিয়মিত, আরো বেশি বেশি নেয়া উচিত৷

এআই/এসিবি