বিএনপি সরকারবিরোধী আন্দোলনে নামতে চাইছে
৯ সেপ্টেম্বর ২০১১বিএনপির অভিযোগ, সরকারের অদক্ষতার কারণে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সফর ব্যর্থ হয়েছে৷ আর আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন বিএনপি মনমোহনের সফরকে কেন্দ্র করে পানি ঘোলা করার চেষ্টা করছে৷ তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত৷ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন হতাশ হওয়ার কিছু নেই৷ চুক্তি অনুযায়ী শিগগিরই ছিটমহল বিনিময় হবে৷
কাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক৷ ওই বৈঠকেই সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তাদের মতে সরকারের কুটনৈতিক ব্যর্থতার কারণে মনমোহনের বাংলাদেশ সফর ব্যর্থ হয়েছে৷ সরকারের এই ব্যর্থতার বিরুদ্ধে রোডমার্চ এবং লংমার্চসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷
আর আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি কোন ইস্যু না পেয়ে মনমোহনের সফর নিয়ে এখন পানি ঘোলা করতে চাইছে৷ তারা সব সময়ই ষড়যন্ত্রের রাজনীতি করে৷ কিন্তু এই আধুনিক যুগে ষড়যন্ত্রের রাজনীতি সফল হয়না৷
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সীমান্ত প্রটোকল সই হওয়ার পর ইতিমধ্যই ৩ বিঘা করিডোর ২৪ ঘন্টার জন্য খুলে দেয়া হয়েছে৷ আর হতাশ হওয়ার কিছু নেই৷ অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হবে৷
উল্লেখ্য, ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল ৫১টি আর বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল ১১১টি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক