বিএনপির আধ্যাত্মিক শক্তি
২৩ জুলাই ২০১৯ ১৩ বছর ধরে যে দল ক্ষমতার বাইরে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যে দলকে বলছেন শক্তিহীন, তারা নিশ্চয়ই আধ্যাত্মিক শক্তির বলীয়ান হয়ে এসব কাজ করছেন৷
বিএনপির আধ্যাত্মিক শক্তির আরও প্রমাণ পাই, যখন তাদের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ডেঙ্গু আমদানি করেছেন৷ দুনিয়ার তাবৎ বড় বড় কীটতত্ত্ববিদেরা ডেঙ্গুর উৎস ও আমদানি রপ্তানির কারণ খুঁজে বেড়াচ্ছেন৷ অলৌকিক শক্তির বলেই কেবল বিএনপি একথা বলছে৷
আইনমন্ত্রীকে যতদূর জানি, তিনি কোনো একটা বিষয়ে মতামত দিলে ভেবে চিন্তেই দেন৷ তাই তিনি যে ধর্ষণ আর গণপিটুনির জন্য বিএনপিকে দায়ী করছেন তার পেছনে কোনো যুক্তি থাকলেও থাকতে পারে৷
আপাতত যে যুক্তি আমি পাচ্ছি তা হলো, দেশের মানুষের এই অস্থিরতা আর আস্থাহীনতা তিনি আর নিতে পারছেন না, এ অবস্থা থেকে আশু উত্তরণের কোনো পথও দেখতে পাচ্ছেন না, তাই মরিয়া হয়ে কারো না কারো উপর দায় চাপাতে চাইছেন৷
রিজভী সাহেবের কাছে জানতে চাইব, দেশের সব সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করা গেলে সব ভালো কাজের কৃতিত্বও তাদের ঝুলিতেই দেওয়া উচিত কিনা? ডেঙ্গু আমদানি করে আওয়ামী লীগের কী লাভ? এডিস মশা কি দল দেখে কামড়ায়?
সবশেষে বলি আমাদের নিজেদের দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার৷ দরকার সবাই খারাপ আর শুধু আমি ভাল, এই মানসিকতা থেকে বেরিয়ে আসার৷