1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প আয়ের উৎস

মাবেল গুন্ডলাখ / এআই২৩ নভেম্বর ২০১৩

সিলোনে-র জেলেরা ভোর চারটায় মাছ ধরতে সমুদ্রের দিকে যান৷ পানিতে জাল ফেলার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করেন তারা৷ এক সময় সূর্য ওঠে, জেলে ফ্রান্সিসকো ফোর্টু তখন জাল তোলেন৷

https://p.dw.com/p/1AMXx
Screenshots aus der "Futurando 63" Sendung, Beitrag: Klima Philippinen: Fischer kämpfen mit den Folgen des Klimawandels". Bitte beachten, dass die Verwendung bei der brasilianischen Redaktion und nur im Zusammenhang mit der Sendung "Futurando 63" vorbehalten ist.
ছবি: DW

আগের মতো আর মাছ পাওয়া যায় না

ভালো মাছ পাওয়া গেলে অপেক্ষা সার্থক হয়৷ আগে দিনে একশো কেজির মতো মাছ ধরতেন তিনি৷ কিন্তু গত কয়েক বছরে মাছের পরিমাণ অনেক কমে গেছে৷ স্থানীয় বাজারে মাছ বিক্রি করেন ফোর্টু৷ তিনি বলেন, ‘‘আজকাল যা মাছ পাওয়া যায়, তাই দিয়ে বড়জোর শুধু নৌকা এবং তেলের খরচ তোলা সম্ভব হয়৷ সংসার চালানো কঠিন৷''

ফিলিপাইন্সের উত্তরে ভ্যার্ডে প্রণালীতে সিলোনে অবস্থিত৷ সেখানে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ বসবাস করে৷ হাজারেরও বেশি মাছের প্রজাতি রয়েছে সেখানে৷ সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে৷ প্রকৃতিও আগের চেয়ে বেশি বিরূপ আচরণ করছে৷ সিলোনে-র মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হতে শুরু করেছে৷ আট বছর আগে যেখানে ঘরবাড়ি ছিল সেখানে এখন পানি৷

তবে পানি থেকে ঘরবাড়ি বাঁচাতে কিছু উদ্যোগও নিচ্ছে স্থানীয়রা৷ তারা কয়েক হাজার ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে, যা সামুদ্রিক ঝড় এলে দেয়ালের মতো কাজ করে৷ এই ম্যানগ্রোভ বন এখন তাদের আয়েরও উৎস৷ বন পরিদর্শনে আগ্রহী পর্যটকদের কাছে ছোট্ট নৌকা ভাড়া দেন স্থানীয়রা৷

ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা পাশের দ্বীপেই অবস্থিত৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব যে গোটা দেশের উপর পড়বে, সবাই এখন সেটা বুঝতে পেরেছে৷ সরকারও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় বিষয়াদি মূল্যায়ন ও পর্যালোচনায় ক্লাইমেট চেঞ্জ কমিশন গঠন করেছে৷ গভর্নর আলফোনসো উমালি এই কমিশনের একজন সদস্য৷ তিনি বলেন, ‘‘আমাদের মূল কাজটি হচ্ছে আলোচনার ভিত্তিতে পরিকল্পনা তৈরি৷ আমরা সকল পক্ষকে একত্র করি এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কী কারণীয়, তা নিয়ে আলোচনা করি৷''

উপকূলীয় শহর কালাতাগান সড়ক পথে ম্যানিলা থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত৷ মাছ বেচাকেনার কেন্দ্র এটি৷ গবেষণা বলছে, এখানকার মাছের মজুদও ক্রমশ কমে যাচ্ছে৷ এ কারণে মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে৷ দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ এবং জেলেরা এক্ষেত্রে সমঝোতায় পৌঁছেছে৷

সিলোনের জেলেদের মতো কালাতাগানের জেলেদেরও এখন জীবনধারনের জন্য বিকল্প আয়ের উৎস ভাবতে হচ্ছে৷ ভবিষ্যতে কালাতাগান হয়ত এমন ব্যস্ত আর থাকবে না৷ তবে মাছ ধরা শিল্প পুরোপুরি শেষ হয়ে যাবে না৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য