বিচারপতিদের সম্পদ বিবরণী জমা দেয়া উচিত
২ জানুয়ারি ২০১১আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সরকারের মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দেয়ার কথা ছিল৷ অর্থমন্ত্রী বারবার মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দেয়ার আহবান জানিয়েছেন৷ কিন্তু তাতে সাড়া দেননি মন্ত্রী-এমপিরা৷ আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, তাঁদের সম্পদের হিসাব আলাদাভাবে দেয়ার দরকার নেই৷ কারণ তাঁরা রাজস্ব বিভাগে করের সঙ্গে আয়কর রিটার্নও জমা দেন৷ তা থেকেই তাঁদের সম্পদের হিসাব জানা যায়৷
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন৷ এটাকে আইন মন্ত্রী ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, অন্যান্য বিচারপতিদেরও এই নজির অনুসরন করা উচিত৷
অন্যদিকে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের ৯৭ জন বিচারপতিকে সম্পদের বিবরণী দেয়ার আহবান জানাবেন বলে জানা গেছে৷ আদালতের পরবর্তী ফুলকোর্ট মিটিংয়ে এ আহবান জানাবেন তিনি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম