বিচ্ছিন্ন শিশুদের মন ভালো করছে খামারের পশু
২৫ সেপ্টেম্বর ২০২৪বিশেষ এই খামার পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের সাহায্য করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে৷ সেখানকার পশুপাখি শিশুদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা ও অনুভূতি জাগিয়ে তোলে৷ রেমেনহোফ খামারের বির্গিট ম্যোলার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘‘পশুদের মাঝে থাকলে অবশ্যই শিশুরা তাদের প্রয়োজনীয় উষ্ণতা পায়৷ পশুগুলি উষ্ণতা, নৈকট্য ফিরিয়ে দেয়৷ পরিবার থেকে সরিয়ে নেওয়ার কারণে শিশুদের মনে মানুষের উপর আস্থা কমে যায়৷ তাদের মনে কিছুটা ক্রোধও জন্মায়৷''
এমন এক সকালে শিশুদের দেখে বোঝার উপায় নেই, যে তাদের কতটা খারাপ অভিজ্ঞতা হয়েছে৷ ম্যোলার জানালেন, ‘‘এখানে পশুদের মাঝে থাকলে তাদের মন শান্ত হয়৷ তারা নিজের অনুভূতি দেখাতে পারে৷ আমরা এক পা পিছিয়ে এসে তাদের পশুদের সঙ্গে একা থাকতে দেই৷''
কিম ছয় বছর ধরে রেমেনহোফে রয়েছে৷ এখন তার বয়স ১৯৷ এই সময়কালে সে অনেক সাফল্য পেয়েছে৷ এখন সে কমবয়সিদের সাহায্য করে এবং ঘোড়ার সঙ্গে অনেক সময় কাটায়৷ কিমের জীবনের সূচনা মোটেই সহজ ছিল না৷ কিন্তু গত এক বছর ধরে সে এক সুপারমার্কেটে সেলস অ্যাসিস্টেন্টের প্রশিক্ষণ নিচ্ছে৷ সে আরো দূর এগোতে চায়৷ কিম বলেন, ‘‘আসলে ট্রাম ড্রাইভার আমার স্বপ্নের চাকুরি৷ এই ব্রাউনশোয়াইগ শহরেই সেটা করতে চাই৷ সেটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা৷ কোনো এক দিন তা পূরণ করতে চাই৷''
বর্তমানে ১৭০ জন শিশু-কিশোর রেমেনহোফে আশ্রয় পেয়েছে৷ বির্গিট ম্যোলার বলছেন, চাহিদা বেড়ে চলেছে৷ অনেক পরিবার চাপের মুখে রয়েছে৷ জলবায়ু পরিবর্তনের খবর, জ্বালানির মূল্যবৃদ্ধি, বেড়ে চলা বাসার ভাড়া ও যুদ্ধ ভবিষ্যৎ সম্পর্কে ভয়ভীতি বাড়িয়ে তুলছে৷ তাঁর মতে, অতিরিক্ত চাপের মুখে পড়া বাবা-মায়েদের অবিলম্বে সাহায্যের প্রয়োজন, কারণ তাদের শিশুদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে৷ বির্গিট মনে করেন, ‘‘প্রথমেই দেখতে হবে, শিশুর কী প্রয়োজন, তার কাছে কী আছে? তাকে হয়তো ব্যস্ত রাখা প্রয়োজন৷ বলা যায়, দেখো আমরা ভেড়ার আস্তাবল পরিষ্কার করছি৷ পরে শিশু বা কিশোরটির খুব প্রশংসা করা হলো৷ সেটা তাদের শক্তি দেয়৷ দৈনন্দিন জীবন ও ভবিষ্যৎ সামাল দিতে শিশুদের শক্তির প্রয়োজন৷ অর্থাৎ তাদের অবশ্যই আত্মসচেতনতা ও শক্তির প্রয়োজন৷''
প্রতিদিন তারা পশুদের সঙ্গে মিলে সেই লক্ষ্যে কাজ করে৷ পাউল ও মিয়া নামের দুই ল্যাব্রাডর কুকুরও টিমের অংশ৷ ২০১৮ সাল থেকেই পশুরা থেরাপির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে৷ কারণ পশুরা কতটা উপকার বয়ে আনে, তারা সেটা দেখেছে৷ সেই দলে বড় আকারের খরগোশ যোগ করারও পরিকল্পনা রয়েছে৷ ফ্যামিলি থেরাপিস্ট হিসেবে সারা শুমান বলেন, ‘‘এ ক্ষেত্রে বদ্ধমূল ধারণা থেকে মুক্তির বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়৷ পশুরা হয়তো ভ্রুকুটি দেখায় না বা মাথায় বদ্ধমূল ধারণা নিয়ে ঘোরে না৷ পশুরা প্রত্যেক মানুষকে তার মতোই দেখে৷ সে কেমন, তার গন্ধ কী, দেখতে কী রকম, মনমেজাজই বা কীরকম, তাতে কিছু এসে যায় না৷ পশুদের মনে কোনো জটিলতা নেই৷''
শিশুরা আদৌ বা কবে নিজেদের পরিবারের কাছে ফিরে যাবার অনুমতি পাবে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে৷ তখনো পর্যন্ত তারা যাতে এখানে যতটা সম্ভব নিশ্চিন্তে সময় কাটাতে পারে, সেই ব্যবস্থা করা জরুরি৷ তাদের চারিপাশে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও উষ্ণতা থাকতে হবে৷
সাবিনে হাউসহেয়ার/এসবি