1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্ক পিছু ছাড়ছে না ছাত্রলীগের

১ অক্টোবর ২০২২

বিতর্ক পিছু ছাড়ছে না শাসক দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের৷ ইডেন কলেজের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে চাকরিজীবী এক নেতা তার কক্ষে এসি লাগিয়ে আলোচনায় এসেছেন৷

https://p.dw.com/p/4HdEp
Bangladesch Demonstration auf Campus der Universität von Dhaka angegriffen
ফাইল ফটো৷ ছবি: bdnews24.com

ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বেদম পিটুনি নিয়ে ছাত্রলীগের সমালোচনা চলছে৷

ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির নেপথ্যে আছে সিট বাণিজ্য৷ নানা সূত্রের দাবি, কলেজের হোস্টেলে টাকার বিনিময়ে কক্ষ বরাদ্দই শুধু নয় অন্যান্য অনৈতিক কার্যকলাপের অভিযোগও করেছেন খোদ কলেজেরই শিক্ষার্থীরা৷

এরপর ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করতে যাওয়ার পথে ক্যাম্পাসে তাদের বেদম মারপিট করা হয়৷ যদিও ভিসি তাদের দেখা করার জন্য সময় দিয়েছিলেন৷

এরমধ্যেই শনিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে৷ এক চাকরিজীবী ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে তার রুমে এসি লাগিয়েছেন৷ চাকরিজীবীদের ছাত্রলীগের কমিটিতে থাকার সুযোগ না থাকলেও তিনি কেন্দ্রীয় সহ-সভাপতি৷

সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দিয়েছি: কামাল খান

জানা গেছে, তিনি হলটির ৩১৩ নাম্বার কক্ষে থাকেন৷ সেখানে শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নয়, আছে রেফ্রিজারেটরও৷ শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত আছেন এই ছাত্রলীগ নেতা৷

এদিকে ছাত্রলীগের এমনসব বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে খোদ সংগঠনটির নেতারাই সমালোচনা করছেন৷ এ বিষয়ে তারা দলীয় নেতাদের কাছে অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান৷ আর সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাবি, অভিযোগ পেলে তদন্ত তরে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে৷    

লম্বা হচ্ছে বিতর্কের তালিকা 

এদিকে রাজশাহীতে ছাত্রলীগের সভাপতি পদ সাকিবুল ইসলাম সাবেক শিবির নেতা বলে অভিযোগ উঠেছে৷ তার বিরুদ্ধে নারীদের উত্যক্ত করার অডিও ভাইরাল হয়েছে৷ এই বিষয়ে এখন তদন্ত চলছে৷ অভিযোগ আছে নিয়ম অনুসরণ না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সভাপতি করা হয়েছে৷

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে৷ আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য৷

২০১৯ সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয় শোভন ও রাব্বানীকে টেন্ডারবাজির অভিযোগে৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজে উপাচোর্যের কাছে তারা চার থেকে ছয় পার্সেন্ট চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ৷ ছাত্রলীগকে শোধারানোর জন্য এরপর জয়-লেখককে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়৷ কিন্তু গত দুই বছরেরও বেশি সময়ে আসলে কি কোনো পরিবর্তন এসেছে?

যে অভিযোগ এখন বেশি করে শোনা যাচ্ছে তা হলো ছাত্রলীগের পদ বাণিজ্য৷

ছাত্রলীগের ১২১টি ইউনিটের মধ্যে এখন পর্যন্ত ৫২ টি ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ টাকার বিনিময়ে পদ দেয়ার যেমন অভিযোগ আছে, তেমনি পুরনো কমিটি ধরে রাখার অভিযোগও আছে৷

সিলেট জেলা ও মহানগর কমিটি দেয়া হয় প্রেস রিলিজের মাধ্যমে৷ এর বিরুদ্ধে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা৷

তাদের অভিযোগ সাত মামলার চার্জশিটভুক্ত আসামি নাজমুল ইসলামকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে৷ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন পদ নিয়ে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে৷

কক্সবাজার সমূদ্র সৈকতে এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের' অভিযোগের মূলহোতা আশিকুল ইসলাম আশিকের প্রধান পৃষ্ঠপোষক জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলে অভিযোগ আছে৷

জাতীয় নির্বাচনে কারচুপির জন্যই কি ইভিএম?

১ জানুয়ারি ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়৷ এই কমিটি নিয়েও বিতর্ক শুরু হয়েছে৷ সভাপতি ইব্রাহীম ফরাজীর বয়স ৩০ বছরের চেয়ে বেশি বলে অভিযোগ রয়েছে৷

যশোর জেলা কমিটির সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে৷ ফেনসিডিলসহ একবার তিনি পুলিশের হাতে ধরাও পড়েছেন৷

ওই কমিটির নয় জনের অধিকাংশের বিরুদ্ধে মামলা, বিবাহিত, অছাত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে৷ ময়মনসিংহ জেলা সভাপতির দায়িত্ব পাওয়া মো. আল আমিন একজন অছাত্র৷

ছাত্রলীগই অভিযোগ করছে

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল খান অভিযোগ করেন, ‘‘ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির মতামত না নিয়ে কমিটি গঠন করায় ছাত্রলীগ বিতর্কিত হচ্ছে৷ আমরা অভিযোগ পাই লেনদেনের মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে কমিটি দেয়া হয়৷’’

তিনি বলেন, ‘‘আমরা সুনির্দিষ্ট প্রমাণসহ আমাদের অভিভাবকদের কাছে অভিযোগ দিয়েছি৷ আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরলে অভিযোগের ব্যাপারে প্রতিকার পাবো৷’’

তিনি বলেন, ‘‘এই কারণেই এখন ছাত্রলীগের কমিটিতে, অছাত্র, বিবাহিত, বিতর্কিতরা জায়গা পাচ্ছে৷ তারাই নানা অঘটন ঘটাচ্ছে৷’’

অভিযোগ অস্বীকার সাধারণ সম্পাদকের

পদ বাণিজ্যসহ এইসব অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য৷

তিনি দাবি করেন, ‘‘নিয়ম মেনে, গঠনতন্ত্র মেনেই কমিটি দেয়া হচ্ছে৷ তারপরও রাজশাহীতে যে বিতর্ক উঠেছে তা আমরা তদন্ত করছি৷ একজনের নৈতিক স্খলনের দায় তো সংগঠন নেবে না৷’’

অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিই: লেখক ভট্টাচার্য

ইডেন কলেজের ঘটনার ব্যাপারে তিনি বলেন, ‘‘এটা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অন্য পদের কিছু নেত্রী অবস্থান নিতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছে যাতে পুরো কলেজের তারা বদনাম করেছে৷ এ বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি৷ আরো তদন্ত হচ্ছে৷’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপরে হামলা ঘটনাটিকে তিনি প্রতিরোধ হিসবে ব্যাখ্যা করেন৷ তিনি বলেন, ‘‘এর আগে যখন তারা ক্যাম্পাসে বক্তৃতা দিয়ে ৭৫-এর ঘটনা ফের ঘটানোর হুমকি দিয়েছে৷ তারপর ওই দিন তারা লাঠি হাতে এসেছে৷ তাদের এই আচরণে ছাত্ররা বিক্ষুব্ধ ছিলো৷ তাই তাদের প্রতিরোধ করা হয়েছে৷’’

তার কথা, ‘‘ছাত্রলীগে অছাত্র, বিবাহিত বা চাকরিজীবীদের কোনো জায়গা নেই৷ জহুরুল হক হলে যারা রুমে এসি লাগানোর কথা বলা হচ্ছে তিনি চাকরি পাওয়ার পরই ছাত্রলীগে আর নেই৷ গঠনতন্ত্র অনুযায়ী অটোমেটিক তার পদ শূণ্য হয়ে গেছে৷ তবে  হলে এসি লাগানোর ঘটনার সত্যতা পাওয়া যায়নি৷ এটা সম্ভবও না৷’’তিনি আরো বলেন, ‘‘ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিই৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান