1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি স্টাইলে চুল কাটলে জরিমানা

২২ মার্চ ২০১৯

বাংলাদেশের টাঙ্গাইলের ভূঞাপুরে বিদেশি আদলে চুল না কাটতে সদস্যদের সতর্ক করে দিয়েছে নাপিতদের একটি সংগঠন৷ ৪০,০০০ টাকার জরিমানা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা৷

https://p.dw.com/p/3FV0S
ঢাকার এক সেলুনে চুল কাটার দৃশ্যছবি: Imago/Zuma/

টাঙ্গাইলের ভূঞাপুরের সব সেলুনে এখন একটি বিজ্ঞপ্তির দেখা মিলবে, যাতে বলা হয়েছে, ‘‘হেয়ার স্টাইল, দাড়ি ও গোঁফ মডেলিংয়ের উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ অতএব, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৪০,০০০ টাকা অর্থদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷’’ সেলুনে সাধারণত হেয়ার স্টাইলের বিভিন্ন ছবির ক্যাটালগ ঝোলানো থাকে৷ এখন থেকে তা-ও প্রদর্শন করা যাবে না বলে এই নির্দেশনাতে উল্লেখ করা হয়৷ ভূঞাপুর শীল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নির্দেশনাটি জারি করা হয়েছে৷

‘তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে’

বাংলাদেশে উঠতি প্রজন্মের তরুণদের মধ্যে বলিউড হলিউডের চলচ্চিত্র তারকা কিংবা জনপ্রিয় খেলোয়াড়দের মতো করে চুল কাটার প্রবণতা রয়েছে৷ সেলুনগুলোতেও তারকাদের বিভিন্ন স্টাইলের চুলের ছবি ঝোলানো থাকে৷ ভূঞাপুরে শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় পুলিশ প্রধানের অনুরোধে তাঁরা নির্দেশনাটি জারি করেছেন৷ ‘‘তিনি আমাদেরকে পশ্চিমা মডেল অনুসরণ করে চুল ও দাড়ি না কাটতে বলেছেন৷ এ ধরনের চুলের স্টাইলের কারণে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি৷’’ শুধু ভূঞাপুরেই নয়, পাশের সখিপুর ও বাসাইল উপজেলাতেও একই পদক্ষেপ নেয়া হয়েছে৷

অভিভাবকের অনুরোধে?

এদিকে অভিভাবকদের অনুরোধেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ৷ ভূঞাপুরের প্রধান পুলিশ কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় বাবা-মা, অভিভাবক আর শিক্ষকরা তাঁদের সন্তানদের বিদেশি স্টাইলের এই চুল কাটানোর প্রতি আসক্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন৷ সেজন্যই তিনি নাপিতদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন৷ ‘‘আমি নাপিতদের আমার সঙ্গে দেখা করতে এবং চা পানের জন্য ডাকি৷ এই সময় তাঁদেরকে বখাটে ছেলেদের মতো করে চুল না কাটার অনুরোধ জানাই,’’ বার্তাসংস্থা এএফপিকে জানান ওসি রাশিদুল৷

এফএস/সিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য