1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশে পড়াশোনা করলে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয় হবে: সারাহ হক

৮ আগস্ট ২০১১

এ্যাকশন এইড এনজিও-র কর্মী মাশা সারাহ হক বিদেশে পড়াশোনার বিভিন্ন দিক তুলে ধরেছেন৷

https://p.dw.com/p/12CZ6
ছবি: AP

বিদেশে পড়াশোনার জন্য সবাই আসতে চায়৷ একটি সময় ছিল যখন দেখা যেত বাবা-মায়েরা শুধু ছেলেদের বিদেশে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন৷ মেয়েদের কোন অবস্থাতেই বিদেশে যেতে দিতে তারা রাজি হন না৷ তবে দিন পাল্টেছে৷ মেয়েরা এখন ছেলেদের পাশাপাশি বিদেশে পড়াশোনায় আগ্রহ দেখাচ্ছে৷ এরকমই একজন মাশা সারাহ হক৷ তিনি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন৷ বর্তমানে কাজ করছেন এ্যাকশন এইড এনজিও-তে৷

মাশা সারাহ জানান,‘‘ইউরোপের মধ্যে জার্মানি আর ইংল্যান্ড৷ আর অন্যদিকে হল অ্যামেরিকা এবং কানাডা৷ বিদেশে পড়াশোনা করতে চাই, কারণ বাইরে থাকা এবং পড়াশোনার একটি অভিজ্ঞতা হবে৷ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয় হবে৷ চেনা-জানা হবে৷ এছাড়া আমার বাবা এবং ভাই-বোন বিদেশে পড়াশোনা করেছে৷ তাই আমিও বিদেশে পড়াশোনা করতে চাই৷ আমার বেশ কিছু বন্ধু-বান্ধবী রয়েছে যারা অনলাইনে বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন