1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রয়োজন সার্ক গ্রিড

১৬ মে ২০১০

সার্ক গ্রিড স্থাপন হলে বাংলাদেশের বিদ্যুৎ খাত এগিয়ে যাবে৷ আমদানী করে পূরণ করা যাবে ঘাটতি৷ আর ভারতের দু‘টি অঞ্চল থেকে বাংলাদেশ বিদ্যুৎ আনতে পারবে৷

https://p.dw.com/p/NPQ3
সার্ক গ্রিড পারে বিদ্যুতের সমস্যা সমাধান করতেছবি: AP

সর্বোপরি বাংলাদেশকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে যেতে হবে৷ এসব অভিমত বিশেষজ্ঞদের৷

সার্ক অঞ্চল বিদ্যুতের জন্য খুবই সম্ভাবনাময়৷ ভুটান শুধু বিদ্যুৎ রফতানি করেই জাতীয় আয়ের ৪৫ ভাগ আয় করে৷ নেপাল ও ভুটানের মাঝখানে ২ লাখ ১৫ হাজার মেগাওয়াট জলবিদ্যুতের ক্ষেত্র রয়েছে৷ দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সার্ক গ্রিড স্থাপন করে সার্কভুক্ত দেশগুলো সেই বিদ্যুৎ ব্যবহার করতে পারে৷ বাংলাদেশ মোকাবিলা করতে পারে বিদ্যুৎ সংকটের৷ যেমন ডয়চে ভেলেকে বললেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য ড. এম এ কে আজাদ৷

তিনি জানান, বাংলাদেশ ভারতের বহরমপুর এবং ত্রিপুরা থেকে বিদ্যুৎ নিতে পারে৷ কিন্তু আশুগঞ্জ নৌবন্দর ভারতকে ব্যবহার করতে না দেয়ায় ত্রিপুরার বিদ্যুৎ বাংলাদেশের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে৷

ড. আজাদ জানান, বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটাতে হলে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যেতে হবে৷ গ্যাস বা অন্য কোন জ্বালানী দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সফল হওয়া যাবে না৷ কারণ গ্যাসের পর্যাপ্ত মজুদ নেই৷

বাংলাদেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৬ হাজার মেগাওয়াট৷ উৎপাদন হয় ৩ হাজার ৮ শ‘ থেকে ৪ হাজার মেগাওয়াট৷ প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, চলতি বছরেই বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার মেগাওয়াটে উন্নীত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী