বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহবান
৬ অক্টোবর ২০০৮এই সমস্যা দূর করতে কাস্টম হাউসে আধুনিক প্রযুক্তি অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে৷ এখন মাত্র ৬টি ধাপ পার হয়ে কয়েক ঘন্টার মধ্যে পণ্য ছাড়ানো সম্ভব হচ্ছে৷ কম্পিউটারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ধাপগুলো সম্পন্ন হয়েছে৷
সোমবার ঢাকায় এই স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা প্রধান জেনারেল মইন ইউ আহমেদ৷
কাস্টমসের হিসেবে আধুনিক কম্পিউটার ও ইন্টারনেট পদ্ধতি ব্যবহারে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় বেড়ে যাবে৷ পাশাপাশি কমবে ব্যবসায়ীদের হয়রানী ও দুর্নীতি৷ এর উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণ প্রাতিষ্ঠানিক সংস্কারের সুফল পাচ্ছে৷ তিনি সবাইকে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিশ্চিত করার আহবান জানান৷
উল্লেখ্য, নানা কারণে বাংলাদেশে বিনিয়োগ ১৬ ভাগ কমে গেছে৷
দেড়শ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি সেনাবাহিনী ও চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় চালু হয়েছে৷ এতে চট্টগ্রাম বন্দরে নতুন দিগন্ত উন্মোচিত হলো৷ বিদেশ থেকে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য আমদানী হয় চট্টগ্রাম বন্দর দিয়ে৷ ব্যবসা বাড়ানোর সুবিধার জন্য অন্যান্য বন্দরেও এই পদ্ধতি চালু করা হবে৷ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷