1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন, তথ্য আর বিপণন - এই নিয়েই ‘গেমস কম'

১৮ আগস্ট ২০১১

কোলনে বুধবার থেকে শুরু হয়ে গেল গেমস কম৷ আগামী ২১ তারিখ পর্যন্ত এই মেলা চলবে শুধুমাত্র গেমসকে ঘিরে৷ মানে অনলাইনে আর বাস্তবে খেলাধুলার, বিনোদনের জগতজোড়া আয়োজন৷

https://p.dw.com/p/12Ihz
কল্পনা ও বাস্তব জগতের মধ্যে মেলবন্ধন ঘটায় ভিডিও গেমসছবি: picture alliance/dpa

অনলাইন, ইন্টারনেট৷ এ'দুটি শব্দ আপাতত জীবনযাপনের মোদ্দা বিষয়৷ প্রতিদিন মানুষজন ঘন্টার পর ঘন্টা বসে থাকে অনলাইনে৷ সেখানে কাজকর্মের পাশাপাশি খেলাধুলাও তো চলে নিত্যনিয়ত৷ সেই খেলার জন্য সারাক্ষণ চলছে নানারকমের নতুন নতুন ব্যবস্থাপনা৷ নতুন খেলাও তৈরি হচ্ছে বৈকি! তো, এইসব খেলা নিয়েই কোলন শহরে শুরু হয়ে গেল গেমস কম মেলা৷

Gamescom 2011
পর্দার সামনে বসে নয়, বেশ কসরত করে খেলতে হয় কিছু গেমসছবি: picture alliance/dpa

মেলা শুরু হল বুধবার৷ চলবে রোববার পর্যন্ত৷ প্রথমদিনের মেলায় শুধুমাত্র সাংবাদিকেরাই হাজির ছিলেন৷ মেলাটি আসলে যে কী, তা জানলেন তাঁরা৷ বৃহস্পতিবার থেকে মেলা উন্মুক্ত সাধারণের জন্য৷ প্রবেশ অবাধ৷ আর প্রবেশ করলেই খেলাধুলার রঙিন জগতে পদার্পণ৷

পা রাখার পর থেকেই হরেকরকমের আমোদপ্রমোদের ব্যবস্থা৷ ধরা যাক হল নং ১০-এর কথাই৷ কোলন মেসে অর্থাৎ, যেখানে চলছে এই গেমস কম, সেই পেল্লাই মেলার জায়গায় হল নং ১০ হল এমন একখানা জায়গা, যেখানে সব বয়সের দর্শকরাই তাঁদের পছন্দসই কিছু না কিছু খুঁজে পাবেন৷ তা, কারও হয়তো বা পছন্দ মারপিট, যুদ্ধ ইত্যাদি নিয়ে গেমস৷ তিনি পেয়ে যাবেন সেটা৷ অঢেল রয়েছে তেমন গেমসের আয়োজন৷ কারও পছন্দ হয়তো বা রোম্যান্টিক কিংবা অ্যাডভেঞ্চারের গেমস৷ তাঁর জন্যও রয়েছে ব্যবস্থা৷ আসলে উদ্যোক্তাদের দাবি, এই গেমস কম হল দুনিয়ার সবচেয়ে বড়মাপের গেমসের আয়োজন৷ সুতরাং, সেখানে ব্যাপার হল, যাকে সেই নেমন্তন্ন বাড়ির ভাষায় বলা হয়, ‘যাচাই'৷ অর্থাৎ যাই চান, যেমনটি চান, পাবেন আপনার মনের মতন৷

Flash-Galerie Deutschland Wochenrückblick 2010 KW 33 Gamescom in Köln
মাইক্রোসফট’এ এক্সবক্স গেমস কনসোলছবি: picture alliance/dpa

মনের মতন বললেই ল্যাটা চুকে যাবেনা কিন্তু! আছে আরও অনেক কথা৷ গেমস বলতে আমরা ভিডিও গেমস বা কম্পিউটার গেমস বুঝি৷ এর বাইরেও তো অনেক গেমস থাকে৷ যাকে বলে বিনোদনমূলক খেলা৷ ছোটদের বিভিন্ন বয়সের যেসব খেলনা দিয়ে খেলতে খেলতে মানসিক বিকাশ ঘটে, সেসবও গেমসের আওতাতেই পড়ে৷ আর বড় হয়ে যাবার পরেও কিছু খেলার সঙ্গে মানুষের সম্পর্ক থাকে, সেগুলোও সেই খেলাই৷ সেসবও মিলে যাবে এই গেমস কমের আয়োজনে৷

আরও আছে৷ খেলার সময় লাগে নানারকমের পোষাক আসাক৷ যেমন ফুটবল খেলার জন্য জার্সি বা জুতো বা হাফপ্যান্ট৷ তো, এই মেলার আসরে সেসব পোষাকও মিলছে৷ দেখা যাচ্ছে নানারকমের সাজসজ্জা৷ ধরা যাক, কোন শিশুর হয়তো বা স্পাইডারম্যান খেলার শখ হয়েছে৷ তার তখন দরকার হবে স্পাইডারম্যানের পোষাকখানাও৷ সেটা পরলেই নিজেকে স্পাইডি ভাবতে আর দ্বিধা কোথায়? সুতরাং, সেসবও তো প্রয়োজন৷ তাই রয়েছে তারও আয়োজন৷

মোদ্দা কথা বিনোদন, তথ্য আর বিপণন৷ এই তিনের সংযোজনেই দুনিয়ায় সবচেয়ে বড় গেমস কম৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান