বিপাশা এখন অতীত, স্বীকার করলেন জন
১৯ জুন ২০১১সেই জন আব্রাহাম গত বছরটা কাটিয়েছেন বেশ বাজেভাবে৷ বাবা অসুস্থ, বিপাশার সঙ্গে সম্পর্কচ্ছেদ, ক্যারিয়ারে মন্দা - সব মিলিয়ে বছরটা তাই মোটেও সুবিধা ছিল না জন এর জন্য৷ সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জন জানিয়েছেন, গত বছর আমি ক্যামেরার সামনে হাসি মুখে ছিলাম সত্যি, কিন্তু মনটা ছিল বিষাদে পূর্ণ৷ বাবা ক্যান্সারের রোগী, তাই পরিবার নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম৷
সাবেক বান্ধবী বিপাশা বসু সম্পর্কে জন এর বয়ান, আমার আগের সম্পর্কটি (মানে বিপাশা বসু) ছিল অত্যন্ত সুন্দর, উত্তেজনাপূর্ণ৷ বছরের পর বছর সম্পর্ক রক্ষায় যা কিছু প্রয়োজন সবই ছিল আমাদের মধ্যে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, প্রয়োজন বদলায় এবং সম্পর্কের মাঝে আরো অনেক বিষয় চলে আসে৷ আমি তাঁর সঙ্গে সম্পর্কের সময়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখি৷ এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার, দু'জনার নিজ নিজ পথে চলার৷
উল্লেখ্য, ২০০৩ সালে জিসম ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন জন আব্রাহাম৷ ব্যবসা সফল এই ছবির পর ‘সায়া' এবং ‘পাপ' নামক দুটি ভিন্ন ধরনের ছবিতেও সাফল্য দেখান জন৷ ৩৮ বছর বয়সি এই তারকা একজন ফুটবল ভক্ত৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক