1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান চলাচলের জন্যে মুক্ত ইউরোপের আকাশ

২১ এপ্রিল ২০১০

গত ছয় দিনে অন্তত ৯৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে৷ আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন আইএটিএ জানিয়েছে, ছাই মেঘের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায়, এয়ারলাইনগুলোর ১ দশমিক ৭ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হয়েছে৷

https://p.dw.com/p/N2Cp
জার্মানির বার্লিনের টেগেল বিমানবন্দর থেকে বুধবার বিমান উড্ডয়ন করেছবি: AP

প্রায় এক সপ্তাহ পর, বিমান চলাচলের জন্যে ইউরোপের আকাশ মুক্ত করে দেয়া শুরু হয়েছে৷ আইসল্যান্ডের আগ্নেয়গিরির কারণে, ভেঙ্গে পরেছিল ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা৷ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ইউরোকন্ট্রোল বলেছে, বুধবার ইউরোপের প্রায় শতকরা ৭৫ ভাগ ফ্লাইট চলাচল করার কথা রয়েছে৷

পুনরায় বিমান চলাচলের জন্যে ইউরোপের আকাশ মুক্ত করে দেয়া হয়েছে এবং বিভিন্ন দেশের বিমানবন্দর খুলে দেয়া হয়েছে বুধবার থেকে৷ আইসল্যান্ডের এইয়াফিয়াদলা আগ্নেয়গিরি থেকে ছাই নির্গত হয়ে, ইউরোপের আকাশে ছাই মেঘ ছড়িয়ে পরে, আর এইকারণেই প্রায় এক সপ্তাহ ইউরোপের আকাশে বিমান চলাচল প্রায় বন্ধ ছিল বলা চলে৷ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকে পরেন লাখ লাখ বিমান যাত্রী৷

গত ছয় দিনে অন্তত ৯৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে৷ আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন আইএটিএ জানিয়েছে, ছাই মেঘের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায়, এয়ারলাইনগুলোর ১ দশমিক ৭ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হয়েছে৷

NO FLASH Vulkan Island April 2010 Rauchwolke über den Eyjafjallajokull
এইয়াফিয়াদলা আগ্নেয়গিরিছবি: AP

আইসল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সপ্তাহান্ত থেকে আগ্নেয়গিরিটি তার শতকরা ৮০ ভাগ তীব্রতা হারিয়েছে৷ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ইউরোকন্ট্রোল বলছে, অল্প কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে৷

মঙ্গলবার স্পেনের আটটি বিমানবন্দর থেকে ২৯০টি বিশেষ ফ্লাইটে ৪০ হাজারেরও বেশি ইউরোপিয় যাত্রী প্রত্যাবাসিত হয়েছেন৷ জার্মানি, ব্রিটেন এবং নেদারল্যান্ডস বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷ জার্মানির সবগুলো বিমান বন্দরই বুধবার খুলে দেয়া হয়েছে৷ ব্রিটেনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কতোটা ঝুঁকি রয়েছে, তা পর্যালোচনা করার পর, মঙ্গলবার থেকেই বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে৷ ডাচ এয়ারলাইন কে এল এম বলছে, বুধবার আমস্টার্ডামের শিফল বিমানবন্দর থেকে আন্তর্মহাদেশীয় সব ফ্লাইট এবং ইউরোপের প্রায় শতকরা ৭০ ভাগ ফ্লাইটই শুরু করার আশা করছে৷

এদিকে বিজ্ঞানীরা বলছেন, এইয়াফিয়াদলা আগ্নেয়গিরি থেকে ছাই নির্গমন ধীরে ধীরে কমে আসছে৷ আইসল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর বলছে, এইয়াফিয়াদলা আগ্নেয়গিরিটি থেকে, হালকা ধোঁয়া এবং স্বল্প পরিমাণ ছাই নির্গত হতে দেখা গেছে বুধবারও৷ তবে এই ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পরেছে ৩ কিলোমিটার উচ্চতা পর্যন্ত, কয়েকদিন আগেও এই ছাই ছড়িয়ে পড়ছিল ১১ কিলোমিটার উচ্চতায়৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : সঞ্জিব বর্মন