বিমান দুর্ঘটনা ইরানে, মৃত ১৭৬
৮ জানুয়ারি ২০২০নতুন বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ তাও ইরানে৷ তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ার সামান্য সময়ের মধ্য়েই কিয়েভগামী ইউক্রেন এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ে৷ ইরানের সরকারি টেলিভিশন জানিয়েছে, ১৭৬ জন যাত্রী ও বিমানকর্মীর মধ্যে কেউই আর বেঁচে নেই৷ সরকারি সংবাদসংস্থা ইরনা জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ যান্ত্রিক গোলযোগ৷
ইরানের অসামরিক বিমান পরিবহন দফতরের মুখপাত্র রেজা জাফরজাদে জানিয়েছেন, বিমানটি তেহরানের দক্ষিণ-পশ্চিম দিকে বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে৷ তদন্তকারী ও উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছে৷ তিনি বলেছেন, ''ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ার পরেই পারান্দ ও শাহরিয়ার-এর মাঝখানে ভেঙে পড়ে৷''
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্য়েই বিমানবন্দরের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ ইরান এ দিন জোনারেল সোলেইমানির হত্যার বদলা নিতে ইরাকে আমেরিকার সেনা ঘাঁটির ওপর আক্রমণ শানিয়েছে৷ তার কিছুক্ষণের মধ্য়েই বিমান দুর্ঘটনা হয়৷ তারপরেই আশঙ্কা করা হচ্ছিল, বিমানটি কোনওভাবে সেই আক্রমণের শিকার হয়ে যায়নি তো? পরে ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, প্রযুক্তিগত কারণেই দুর্ঘটনা ঘটেছে৷
অবশ্য বোয়িং ৭৩৭-৮০০ বিমানে আগেও দুর্ঘটনা হয়েছে৷ ২০১৬তে ফ্লাইদুবাইয়ের বিমান রাশিয়ায় নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে৷ তখন ৬২ জন মারা গিয়েছিলেন৷ বোয়িং-এর এই মডেলের বিমানটি পুরনো, এরপর তারা ৭৩৭ মডেল এনেছে৷
জিএইচ/এসজি(রয়টার্স, এপিএ,এফপি,ডিপিএ)