বিরল তুষারে ঢাকা মধ্যপ্রাচ্য
গতসপ্তাহে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হঠাৎ তুষারপাতের ঘটনা ঘটেছে৷ এমন সব অঞ্চলে তুষারপাত হয়েছে যেখানে সচরাচর এমনটা দেখা যায় না৷ বাকিটা দেখে নিন ছবিতে৷
তুষারে ঢাকা জেরুসালেমের পুরান শহর
বুধবার তুষারপাতের পর জেরুসালেমের পুরান শহর এই রূপ ধারণ করেছিল৷
লেবাননের রাস্তা পরিষ্কার
মধ্যপ্রাচ্যে যেসব অঞ্চলে তুষারপাত বিরল ঘটনা, সেখানেও এবার তুষার পড়েছে৷ ছবিতে লেবাননের দক্ষিণাঞ্চলের কেফার শুবা গ্রামে তুষারপাতের পর রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করতে দেখা যাচ্ছে৷
পশ্চিম তীরে তুষারপাত
ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের হেবরনে তুষারপাতের মধ্যে হাঁটছেন এক ফিলিস্তিনি৷
রামাল্লায় বরফ নিয়ে খেলা
ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় তুষারপাতের পর বরফ নিয়ে খেলছে এক ফিলিস্তিনি শিশু৷
জর্ডানে তুষারপাত
জর্ডানের রাজধানী আম্মানে একটি রাস্তায় জমে থাকা তুষার পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা৷ ছবিটি ১৮ ফেব্রুয়ারি তোলা৷
তুষার নিয়ে খেলছে শিশুরা
লেবাননের হাসবায়ায় তোলা এই ছবিতে একদল শিশুকে তুষার নিয়ে খেলতে দেখা যাচ্ছে৷
তুষারে ঢাকা শহর
তুষারপাতের পর এই রূপ নিয়েছিল লেবাননের দক্ষিণাঞ্চলের শহর জাজিন৷ ছবিটি গত ১৯ ফেব্রুয়ারি তোলা৷
7 ছবি
1 | 77 ছবি