1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিন নাকচ

২৩ মে ২০১২

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের জামিন আবারো নাকচ করেছেন আদালত৷ তাঁদের আইনজীবীরা বলেছেন, জামিনের বিধান থাকলেও রাজনৈতিক কারণে তাঁরা জামিন পাচ্ছেন না৷

https://p.dw.com/p/150ch
ছবি: Reuters

হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর দ্রুত বিচার আইনের মামলায় বিএনপিসহ ১৮ দলের ৩৩ নেতা গত ১৬ই মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠান৷ এরই মধ্যে এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷ আজ তাদের জামিনের জন্য দ্বিতীয় বারের মত মহানগর দায়রা জজ আদালতে আবেদন জানান হয়৷ আদালতে উভয় পক্ষে দীর্ঘ শুনানি হয়৷ নেতাদের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, এই মামলায় জামিনের বিধান থাকলেও তাঁদের জামিন দেয়া হচ্ছেনা৷ আর আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ তা হাস্যকর, কারণ নেতাদের কেউ ঘটনাস্থলে ছিলেন না৷

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে অপরাধ করতে সব সময় ঘটনাস্থলে থাকতে হয়না৷ তাঁরা কীভাবে মোবাইল ফোনে গাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছেন, তার তথ্য প্রমাণ আছে৷

আরেকজন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, এই মামলা দ্রুত বিচার আইনে হওয়ায় জামিন দেয়ার কোন বাধ্যবাধকতা নেই৷ আর মামলাটি এখন বিচার পর্যায়ে চলে গেছে৷

আদালত দুই পক্ষের কথা শুনে নেতাদের জামিন না মঞ্জুর করেন৷ এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদও শুনানিতে অংশ নেন৷ তিনি জামিন বাতিলের পর তিনি সাংবাদিকদের বলেন, সরকার নেতাদের জেলে রেখে আন্দোলন বন্ধ করতে পারবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য