বিশৃঙ্খলা, অনিয়ম ও বিতর্কের বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর চলতি আসরে বিতর্কের ছড়াছড়ি। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমালোচিত বিসিবি। ছবিঘরে দেখুন বিস্তারিত।
বিতর্কে ম্লান প্রশংসনীয় উদ্যোগ
বিপিএলকে নতুনত্ব দিতে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি, নতুন টাইটেল স্পন্সর, মিউজিক ফেস্ট, মাসকট, থিম সং, সাত জেলায় টুর্নামেন্টের ট্রফি ট্যুরসহ অনেক কিছুই সংযোজন করেছে বিসিবি। তারপরও আসর আয়োজনে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা প্রকট হয়ে উঠছে। বিতর্ক যেন এখন বিপিএলের ছায়াসঙ্গী।
একজন শিল্পীর চেয়ে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কম
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম্যান্সের জন্য পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানকে ৩ কোটি ২০ লাখ টাকা সম্মানী দিয়েছে বিসিবি। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২ কোটি টাকা। বাজেট কম বলে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি অতিরিক্ত কমিয়ে আসরের শুরুতেই এক বিদেশি শিল্পীর জন্য এত বিশাল অঙ্কের খরচ স্বাভাবিক কারণেই বিসিবিকে সর্বস্তরের মানুষের সমালোচনায় বিদ্ধ করেছে৷
ক্রিকেটার খেলে, কিন্তু টাকা পায় না!
নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পাওনা টাকার ৫০ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন আরো ২৫ শতাংশ ও শেষে বাকি ২৫ শতাংশ দেওয়ার কথা। জানা গেছে টুর্নামেন্ট শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালসহ ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো টাকা দেয়নি৷ তবে আয়োজক বিসিবিকে সবচেয়ে বিব্রত করেছে দুর্বার রাজশাহী৷ আসরের মাঝামাঝি পর্যায়েও একটি টাকাও না পাওয়ায় অনুশীলন বর্জন করেন তারা৷
টিকিট কালোবাজারি
এবারের বিপিএলে দর্শকদের সুবিধার্থে বুথ ও ব্যাংকের পাশাপাশি অনলাইনে ই-টিকিটের ব্যবস্থা থাকলেও টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। কালোবাজারির কারণে অনেকে কয়েক গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এ কারণে মিরপুর-১০ নম্বরে একটি বুথে আগুন দেয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে।
তোপের মুখে বিসিবি সভাপতি
রাজনৈতিক পালাবদলের পর বিসিবির নতুন সভাপতি হওয়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিতর্ক এড়াতে ব্যর্থ হয়েছেন। টিকিটসহ আসর আয়োজনে বিভিন্ন দুর্বলতা ও অসঙ্গতির কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের তোপের মুখে পড়েন বোর্ড প্রধান। সেই ঘটনা প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
আরো যত ভুল-ভ্রান্তি
এবারের আয়োজনে মীর মুগ্ধ’র স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা রাখা নিয়ে সংবাদ সম্মেলনের মঞ্চের ব্যানারে তারিখ দেখা গেছে ‘২৯ ডিসেম্বর, ২০২৫’। এমন ভুলের সমালোচনা করেন অনেকে। এরপর উদ্বোধনী ম্যাচেই একটি দলের অধিনায়ক অনুশীলনের জার্সি পরে টস করতে আসার বিষয়টি নিয়েও বিতর্ক হয়। এছাড়া এক ম্যাচে হেলমেট ও প্যাডে কাপড় পেঁচিয়ে খেলার দৃশ্যও দেখেছে এবারের বিপিএল৷
ছক্কার বৃষ্টির নেপথ্যে
বিপিএলে এবার ঝড়ো ব্যাটিং দেখা যাচ্ছে। ব্যাটিংবান্ধব উইকেট হলেও রানবন্যার নেপথ্য কারণ ছোট দৈর্ঘ্যের বাউন্ডারি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৬০ থেকে ৮২ মিটার হওয়ার কথা থাকলেও মিরপুরে বাউন্ডারির দৈর্ঘ্য ৫২ থেকে ৫৮ মিটার। হাইস্কোরিং ম্যাচে দর্শকরা আনন্দ পেলেও ছোট বাউন্ডারি নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। ব্যাটার-বোলারের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াইয়ের জন্য বাউন্ডারি বড় রাখার বিকল্প নেই বলে মন্তব্য তার।
মাসকট ও থিম সং
বিপিএল এবারই প্রথম মাসকট পেয়েছে। স্বাধীনতা ও মুক্তির প্রতীক হিসেবে এর নাম রাখা হয়েছে ‘ডানা ৩৬’। ছাত্র-জনতার অভ্যুত্থানকে তুলে ধরতে এর দুই পাশে ১৮টি করে ৩৬টি রঙিন পালক রাখা হয়েছে। এছাড়া ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শিরোনামে বিপিএলের থিম সংও বাজছে প্রতি ম্যাচে।
শাস্তির মুখে ক্রিকেটাররা
ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণে তামিম ইকবাল একটি ডিমেরিট পয়েন্ট পান। পরে রংপুর রাইডার্সের শেখ মেহেদী হাসান ও ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে মাঠে কটূক্তি করায় সমালোচিত হন তিনি। খুলনা টাইগার্সের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে ধাক্কা দেয়ার কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব৷
সাকিবের অভাব
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান বিপিএলের জন্মলগ্ন থেকে খেলেছেন। ব্যক্তিগত পারফর্ম্যান্সের হিসাবে তিনি টুর্নামেন্ট-সেরা হয়েছেন চারবার। এছাড়া চ্যাম্পিয়ন দলে ছিলেন দু’বার। বিশ্বসেরা অলরাউন্ডার থাকা এই তারকাকে দলে নিয়েছিল চিটাগ্ং কিংস। কিন্তু ক্রিকেটার পরিচয় ছাপিয়ে রাজনৈতিক পরিচয় বড় হয়ে যাওয়ায় তার দেশে ফেরা হয়নি। এবারের বিপিএলে তাকে ভীষণ মিস করছেন ভক্তরা।
সিনেমা-ক্রিকেটের মেলবন্ধন
ঢালিউড সুপারস্টার শাকিব খান বিপিএলের এবারের আসরে নাম লিখিয়েছেন। ঢাকা ক্যাপিটালস দলের স্বত্বাধকারী তার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। রুপালি পর্দার এই তারকার সুবাদে ক্রিকেট-সিনেমার মেলবন্ধনে মাঠে গড়ানোর আগে ব্যাপক আলোচিত হয় টুর্নামেন্টটি। শাকিবের জন্য অনেক দর্শক ঢাকা ক্যাপিটালসকে সমর্থন দিয়েছেন। গ্যালারিতে তার উপস্থিতি বিপিএলে রোমাঞ্চ ছড়িয়েছে।
৪০ দিনের আয়োজন
২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু বিপিএলের এবারের আসরের মাঠের লড়াই। মোট সাত দলের ৪৬টি ম্যাচ রয়েছে এই টুর্নামেন্টে। ঢাকায় প্রথম চার দিনের পর সিলেটে ছয় দিন খেলা হয়েছে। এখন চট্টগ্রামে দলগুলো মুখোমুখি হচ্ছে। ২৬ জানুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল। ৭ ফেব্রুয়ারি থাকছে ফাইনাল
রানের ফুলঝুরি
এবার ব্যাটারদের দাপটে বলা যায় রানের ফুলঝুরি ফুটেছে। ২০০ ছাড়ানো ইনিংস গত আসরে তিনটি, ২০২৩ সালে পাঁচটি, ২০২২ সালে ১টি ও ২০১৯-২০২০ মৌসুমে ৮টি ছিল। এবার আসরের মাঝপথেই হয়ে গেছে ৯টি। এছাড়া ২০১৯ সালের পর একই আসরে সর্বোচ্চ ছয়টি শতকের দেখা মিলেছে এবার। সিলেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে ৩১টি ছক্কার দেখা মিলেছে। এটি বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
পার্টনারশিপ ও দলীয় রেকর্ড
ঢাকা ক্যাপিটালস ১ উইকেটে ২৫৪ করে রান বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে। দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম উভয়ে সেঞ্চুরির পাশাপাশি ১১৮ বলে ২৪১ রানের রেকর্ড জুটি গড়েন। লিটন ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন।
উইকেটের রেকর্ড
বোলাররা যে একেবারে পাত্তা পাচ্ছেন না তা কিন্তু না। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সাত উইকেট নেওয়া তৃতীয় বোলার তিনি। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং এটাই। তবে বাউন্ডারি ছোট হওয়ায় বেশিরভাগ বোলারের ইকোনমি ৭-এর ওপরে।