1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

২৫ মে ২০১৫

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানবপাচারে জড়িত, তাদের পাশাপাশি যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে অভিবাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷

https://p.dw.com/p/1FW36
Bangladesh Sheikh Hasina Regierungschefin
ছবি: Oli Scarff/Getty Images

রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা ‘সংক্রামক' আকার ধারণ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মানসিক অসুস্থতার মতো হয়ে যাচ্ছে মানুষের৷ বাইরে যেতে হবে, গেলেই যেন অনেক টাকা পাবে৷ এতে জীবনটা যাচ্ছে, অথবা অনিশ্চিত হয়ে যাচ্ছে৷''

তিনি আরও বলেন, ‘‘একটা ব্যবস্থা নিতে হবে৷ যারা এভাবে অবৈধভাবে যাবে, যারা দালাল তাদের যেমন শাস্তি হতে হবে, যারা যাবে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে৷ কারণ, তারা তো আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ করছে৷''

তবে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করা হয়েছে৷ বার্তা সংস্থা এএফপি রোহিঙ্গা ইস্যু নিয়ে তৈরি তাদের প্রতিবেদনে বলেছে, নৌকা করে যাঁরা সাগর পাড়ি দিচ্ছেন তাঁদেরকে ‘মানসিকভাবে অসুস্থ' বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁরা এভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস-এর সূত্র উল্লেখ করে প্রতিবেদনটি তৈরি করে এএফপি৷ সিঙ্গাপুরের ‘দ্য স্ট্রেইটস টাইমস' এএফপির এই প্রতিবেদনটি প্রকাশ করেছে৷

একই রকম বক্তব্য পাওয়া গেছে প্রকাশিত আরও কয়েকটি সংবাদে৷

বিশ্ব মিডিয়ায় প্রকাশিত এই খবরটি টুইটারে শেয়ার করছেন অনেকে৷ কেউ কেউ আবার খবরটি শেয়ারের সঙ্গে তাঁদের মন্তব্যও জুড়ে দিচ্ছেন৷ যেমন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া বিভাগের উপ-পরিচালক ফিল রবার্টসন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এনজিওগুলোর সঙ্গে কাজ করেন এমন একজন, যাঁর নাম ফ্রান্সেসকো৷

এদিকে, থাইল্যান্ড সীমান্তের কাছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলে মানবপাচারকারীদের পরিত্যক্ত আস্তানায় সব মিলিয়ে ১৩৯টি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ৷ এর আগেও এ ধরনের গণকবর পাওয়ার খবর প্রকাশিত হয়েছে৷

এই খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক৷

পোপ ফ্রান্সিস বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান