পুঁজিবাজারে ভয়াবহ ধস
২৫ আগস্ট ২০১৫চীনের পুঁজিবাজারের অবস্থাই সবচেয়ে খারাপ৷ সাংহাই কম্পোজিট সূচক এক দিনেই সাড়ে ৮ শতাংশ কমেছে৷ গত ৮ বছরে এটি চীনের পুঁজিবাজারে এক দিনে সর্বোচ্চ দরপতন৷ জুন থেকে গত দু'মাসে চীনে সূচক ৩০ শতাংশ কমেছে৷
এশিয়ার অন্যান্য দেশের পুঁজিবাজারেও শুরু হয়েছে ব্যাপক দরপতন৷ হংকংয়ে ৪ দশমিক ৭৭ শতাংশ, জাপানে ৪ দশমিক ৬১ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৪৭ শতাংশ সূচক নেমেছে৷
ইউরোপ আর যুক্তরাষ্ট্রেও পড়ছে চীনের পুঁজিবাজারের প্রভাব৷ সোমবার লন্ডনে সূচক ২ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমে যায়৷ ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাংকফুর্ট শহরের বাজারেও সূচক প্রায় ৩ শতাংশ কমে যায়৷
দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চীন সরকার সম্প্রতি পেনশন ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়৷ তারপরও বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হননি৷ এরপর রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক চীনের মুদ্রা ইউয়ানের বিনিময়মূল্য কমায়৷ সরককারের এসব উদ্যোগ পুঁজিবাজারকে স্বাভাবিক অবস্থায় না ফিরিয়ে উল্টো আরো অস্থির করেছে৷
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন৷ সে দেশের অর্থনীতির প্রভাব বিশ্বব্যাপী৷ সে দেশের পুঁজিবাজারের দুরবস্থাও তাই সারা বিশ্বে প্রভাব ফেলছে৷ বিশ্লেষকরা বলছেন, এ অবস্থা আরো কিছুদিন অন্তত চলবে৷
২৮ বছর আগেও একবার বিশ্ব পুঁজিবাজারে এমন বিপর্যয় দেখা দিয়েছিল৷ ১৯৮৭ সালের ১৯ অক্টোবরের ওই দিনটিও ছিল সোমবার৷ সে দিনের কথা মনে করে ২০১৫ সালের ২৪ আগস্ট, সোমবারকেও তাই ‘ব্ল্যাক মানডে', অর্থাৎ ‘কালো সোমবার' বলছে বিশ্ব গণমাধ্যম৷
এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)