বিশ্ব রেকর্ড গড়া ইসরায়েলের প্রবীণ ফুটবলার
প্রবীণ ফুটবলার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ইসরায়েলের খেলোয়াড় ইসাক হাইক৷ তাঁর বয়স এখন ৭৩ বছর৷ চলতি বছর এপ্রিলের ৫ তারিখে ইসরায়েলে একটি ক্লাবের বিরুদ্ধে খেলে বিশ্ব রেকর্ড গড়েন তিনি৷
৭৩ বছর বয়সে রেকর্ড
চলতি সপ্তাহে ৭৪তম জন্মদিন পালন করবেন ইসাক হাইক৷ এর আগেই ইসরায়েলের আইরনি ওর ইয়েহুদা ক্লাবের হয়ে গোলরক্ষক হিসেবে বিশ্ব রেকর্ডে স্থান করে নিয়েছেন তিনি৷
ইরাকি বংশোদ্ভূত খেলোয়াড়
খেলা শেষে গিনেসে’র প্রতিনিধিরা এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে রেকর্ডধারী খেলোয়াড়ের স্বীকৃতি দেন৷ স্বীকৃতি পেয়ে তিনি বলেন, ‘‘এটা কেবল আমার অহংকার নয়, ইসরায়েলের ক্রীড়াঙ্গণের জন্য এটা গর্বের৷’’
পুরনো রেকর্ড ভাঙা
এর আগের রেকর্ডটি ছিল উরুগুয়ের রবার্ট কারমোনা’র, যিনি ৫৩ বছর বয়সে সবশেষ আনুষ্ঠানিক ম্যাচ খেলেন উরুগুয়ের প্যান ডি আজুকার হয়ে৷
ইসরায়েলে আসা
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর হাইকের পরিবার ইরাক থেকে সেখানে যান৷ সে সময় লাখো ইরাকি ইহুদি ইসরায়েলে চলে গিয়েছিলেন৷
সন্তানদের উচ্ছ্বাস
হাইকের সন্তানরা তাঁর বাবার অর্জনে ভীষণ গর্বিত৷
‘বাবা অবিশ্বাস্য’
হাইকের ৩৬ বছর বয়সি ছেলে জানালেন তিনি বাবার সঙ্গে প্রায়ই খেলেন৷ কিন্তু বাবার আগেই ক্লান্ত হয়ে পড়েন৷ ‘বাবা অবিশ্বাস্য’ এমনটাই মন্তব্য তাঁর৷