1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিএনপি’র অসন্তোষ

১৮ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন৷

https://p.dw.com/p/10JXd
বাংলাদেশে ক্রিকেট উম্মাদনাছবি: bdnews24.com

দেলোয়ার বলেছেন, উদ্বোধানী অনুষ্ঠান দেখে মনে হয়েছে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কিছু নেই৷ বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে একটি টিকিট পাঠিয়ে শিষ্টাচার লঙ্ঘন করা হয়েছে৷

খন্দকার দেলায়ার হোসেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার সমালোচনা করেন৷ তিনি বলেন, টিকিট কালোবাজারীর মাধ্যমে অনুষ্ঠানকে ম্লান করা হয়েছে৷ আর দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পরিবর্তে দলীয় প্রদর্শনী করেছে সরকার৷ সবখানেই ছিল বঙ্গবন্ধু৷ মনে হয়েছে দেশে বঙ্গবন্ধু ছাড়া আর কিছু নেই৷ ক্ষুদ্র দলীয় স্বার্থের কারনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ নষ্ট হল, বলেন দেলোয়ার৷

Flash-Galerie Cricket Bangladesch Eröffnungsfeier
ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানছবি: AP

এদিকে বিএনপির যুগ্ম মহাসিচব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, একজন সামান্য কর্মচারীকে দিয়ে খালেদা জিয়ার জন্য একটি মাত্র টিকেট পাঠান হয়েছে৷ যা শিষ্টাচারের লঙ্ঘন৷ তিনি বলেন, আওয়ামী লীগের কাছ থেকে অবশ্য তারা শিষ্টাচার আশাও করেন না৷

বিএনপি নেতা মীর্জা ফকরুল আলমগির বলেন, বিশ্বকাপ চলাকালে তারা কোন হরতাল কর্মসূচি দেবেন না৷কিন্তু দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে৷ সরকার বিরোধী দলের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করছে৷ এর প্রতিবাদে তাদের সাধারণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে৷ বিশ্বকাপের পর কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক