বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিএনপি’র অসন্তোষ
১৮ ফেব্রুয়ারি ২০১১দেলোয়ার বলেছেন, উদ্বোধানী অনুষ্ঠান দেখে মনে হয়েছে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কিছু নেই৷ বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে একটি টিকিট পাঠিয়ে শিষ্টাচার লঙ্ঘন করা হয়েছে৷
খন্দকার দেলায়ার হোসেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার সমালোচনা করেন৷ তিনি বলেন, টিকিট কালোবাজারীর মাধ্যমে অনুষ্ঠানকে ম্লান করা হয়েছে৷ আর দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পরিবর্তে দলীয় প্রদর্শনী করেছে সরকার৷ সবখানেই ছিল বঙ্গবন্ধু৷ মনে হয়েছে দেশে বঙ্গবন্ধু ছাড়া আর কিছু নেই৷ ক্ষুদ্র দলীয় স্বার্থের কারনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ নষ্ট হল, বলেন দেলোয়ার৷
এদিকে বিএনপির যুগ্ম মহাসিচব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, একজন সামান্য কর্মচারীকে দিয়ে খালেদা জিয়ার জন্য একটি মাত্র টিকেট পাঠান হয়েছে৷ যা শিষ্টাচারের লঙ্ঘন৷ তিনি বলেন, আওয়ামী লীগের কাছ থেকে অবশ্য তারা শিষ্টাচার আশাও করেন না৷
বিএনপি নেতা মীর্জা ফকরুল আলমগির বলেন, বিশ্বকাপ চলাকালে তারা কোন হরতাল কর্মসূচি দেবেন না৷কিন্তু দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে৷ সরকার বিরোধী দলের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করছে৷ এর প্রতিবাদে তাদের সাধারণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে৷ বিশ্বকাপের পর কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক