বিশ্বকাপ ক্রিকেটের সম্ভাব্য সেমি ফাইনাল
১৮ ফেব্রুয়ারি ২০১১আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হারুন লরঘাট শুক্রবার ঢাকায় বলেছেন, দুটি আয়োজক দেশ যদি একে অন্যের সঙ্গে ড্র করে, তাহলে, প্রাক টুর্নামেন্ট পর্বের বাছাই-এ যে দলের অবস্থান ওপরে তাকেই প্রাধান্য দেয়া হবে৷
সেই বাছাই-এর দিক থেকে দেখলে বাংলাদেশ এবং শ্রীলংকার চেয়ে ভারতের অবস্থান অনেক ওপরে আছে৷ প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হবার পরে, ভারত নিজের দেশের মাটিতেই সব নক-আউট ম্যাচগুলি খেলতে পারবে৷ ঢাকায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য শনিবারের প্রথম ম্যাচের আগে লরঘাট সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত যে তিনটি আয়োজক দেশের সবাই তাদের নিজের দেশের মাটিতেই নক-আউট ম্যাচ খেলতে পারবে৷ এর অর্থ হচ্ছে, আয়োজক দেশগুলো কোথায় শেষ করছে তার ওপরে ভিত্তি করেই কোয়ার্টার ফাইনালের খেলাগুলো নির্ধারিত হবে৷
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ শে মার্চ ভারতের আহমেদাবাদ শহরে৷ সেখানে গ্রুপ বি'এর তৃতীয় স্থান অধিকারী খেলবে গ্রুপ এ'র দ্বিতীয় স্থান অধিকারীর বিরুদ্ধে৷
শ্রীলংকা যদি ভারতের বিরুদ্ধে ড্র করে তাহলে তাদের আহমেদাবাদে যেতে হবে, আর তা নাহলে ২৬-শে মার্চ কলোম্বোতে তারা কোয়ার্টার ফাইনাল খেলবে৷
বাংলাদেশ যদি ভারত এবং শ্রীলংকার সঙ্গে ড্র না করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে ২৩ অথবা ২৫-শে মার্চ তারা ঢাকায় কোয়ার্টার ফাইনাল খেলবে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক