বিশ্বকাপ জিতে গেছে জার্মানি!
১০ জুলাই ২০১৪মঙ্গলবারের প্রথম সেমিফাইনাল টেলিভিশনে দর্শক আকর্ষণে জার্মানির সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে৷ জেডডিএফ চ্যানেল জানিয়েছে, আট কোটি মানুষের দেশটির ৩২ দশমিক ৫৭ ভাগ ফুটবলপ্রেমী প্রাণভরে উপভোগ করেছে এ ম্যাচ৷ চ্যানেলটির অতীতের যে-কোনো আয়োজন তো বটেই, দর্শকসংখ্যায় জার্মানির ইতিহাসের সব টেলিভিশন অনুষ্ঠানকেই ছাড়িয়ে গেছে এ ম্যাচ৷
জার্মানি এক পর্যায়ে হেসেখেলে ব্রাজিলের জালে বল পাঠিয়েছে আর টেলিভিশনের সামনে উল্লাসে মেতে উঠেছে সমর্থকরা৷ বিস্মিতও হয়েছেন তাঁরা৷ শুধু সাধারণ ফুটবল দর্শক বা সমর্থক কেন, জার্মানির বিপক্ষে ব্রাজিলের এই ভরাডুবিতে ফ্রানৎস বেকেনবাওয়ারও বিস্ময়ে বিমূঢ়৷ জার্মানিকে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি টুইটারে লিখেছেন, ‘‘এটা কী হলো? বিশ্বাস করা কঠিন৷''
জার্মানির স্যুডডয়চে সাইটুং পত্রিকা তাদের অনলাইন সংস্করণে ম্যাচ রিপোর্টের শিরোনাম দিয়েছে, ‘‘৭-১ - এটা কি সত্যি?'' ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুংয়ের প্রতিবেদকও প্রতিবেদনে বিস্ময়ের মাত্রা প্রকাশে কুণ্ঠা বোধ করেননি৷ তাই তাঁর প্রতিবেদনের শিরোনাম, ‘‘অভাবনীয়, অসামান্য, অসংকোচনীয়!''
জার্মানির এবারের কোচ ইয়াওখিম ল্যোভের সাবেক সহকর্মী ইয়ুর্গেন ক্লিন্সমান এই বিশ্বকাপে ছিলেন যুক্তরাষ্ট্রের কোচ৷ তবে দুজনের বন্ধুত্ব এখনো অটুট৷ ২০০৬ বিশ্বকাপে ক্লিন্সমান ছিলেন জার্মানির কোচ আর ল্যোভ ছিলেন তাঁর সহকারি৷ মঙ্গলবারের ম্যাচে ল্যোভের দলের ব্রাজিল-বধ ক্লিন্সমানকেও করেছে বিস্ময়ে অভিভূত৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকাপ ইতিহাসে এটা জার্মানির সেরা পারফরম্যান্স৷ এক কথায় চমৎকার! যোগী (ল্যোভের ডাক নাম) এবং দল, এবার বিশ্বকাপটাও জেতো৷''
চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে জার্মানি৷ তবে ব্রাজিলের বিপক্ষের ম্যাচ কারো কারো মনে আগেভাগেই এনে দিয়েছে ট্রফি জয়ের আনন্দ৷ জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বিল্ড' লিখেও দিয়েছে এ কথা৷ বুধবারের সংস্করণের প্রথম সাত পৃষ্ঠায় শুধু ব্রাজিল-জার্মানি ম্যাচের খবর আর ছবিই ছেপেছে পত্রিকাটি৷ বুধবার ব্রাজিলের বিপক্ষে আরেক গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মিরোস্লাভ ক্লোজে৷ জার্মান স্ট্রাইকারের প্রশংসা করতে গিয়ে ‘বিল্ড' লিখেছে, ‘‘মিরো ক্লোজে, ফুটবলের ঈশ্বর!'' ম্যাচ রিপোর্টে জার্মান দল এবং ম্যাচের ফলাফল নিয়েও চূড়ান্ত প্রশংসা করে ফেলেছে বিল্ড, লিখেছে, ‘‘জার্মানির এই দলটা অমর হয়ে গেল৷ ৭-১ গোলের এই জয় শিরোপা জয়ের সমান৷''
এসিবি/জেডএইচ (এপি)