বিশ্বকাপ ট্রফি কলকাতায়, সেলফি তোলার ধুম
কলকাতায় পৌঁছেছে পুরুষদের জন্য একদিনের বিশ্বকাপের সুদৃশ্য ট্রফি। সেখানে সেলফি তুলতে মানুষের ভিড়।
আইসিসি বিশ্বকাপ ট্রফি
আগামী ১৯ অক্টোবর আমেদাবাদে এই ট্রফিটাই উঠবে পুরুষদের ক্রিকেটে একদিনের বিশ্বকাপজয়ী দেশের প্লেয়ারদের হাতে। এই প্রতিয়োগিতা শুরু হবে ৫ অক্টোবর থেকে। ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ পর্যায়ের খেলা ছাড়াও একটি সেমিফাইনাল হবে
সাউথ সিটি মল-এ
কলকাতায় দুদিনের জন্য ট্রফি রাখা হয়েছে সাউথ সিটি মল-এ। এই সুদৃশ্য মল-এ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই ট্রফি। তা দেখতে প্রচুর মানুষ আসছেন।
সোনা-রুপো দিয়ো তৈরি
এই ট্রফিটা তৈরি হয়েছে সোনা ও রুপো দিয়ে। তিনটে রুপোর স্তম্ভ ধরে রেখেছে গোল্ডেন গ্লোবকে। ওই স্তম্ভগুলি স্টাম্প ও বেল-এর মতো দেখতে। এই তিনটি স্তম্ভ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতীক।
ফটো কর্নার
ট্রফির সঙ্গে আলাদা করে ফটো কর্নার করা হয়েছে। সেখানে প্রচুর মানুষ গিয়ে সেলফি তুলছেন।
মূল ট্রফির সঙ্গেও
মূল ট্রফিকে রেকে সেলফি তোলারও বিরাম নেই। উৎসাহ বেশি যুবদের মধ্যে।
ইডেন গার্ডেনসেও
ইডেন গার্ডেনসেও ট্রফি রাখা হবে। তবে সেখানে প্রবেশের কড়াকড়ি থাকবে। তাই সাউথ সিটি মল-এ ভিড় বেশি।
উন্মাদনা বাড়ছে
কলকাতা ক্রিকেট-পাগল শহর। তাই একদিনের বিশ্বকাপ যত কাছে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে। গ্রুপ লিগের ম্যাচ ছাড়াও কলকাতায় একটি সেমিফাইনালও হবে। ইডেন ভরে দর্শক আসবে বলে সিএবি-র আশা।