বিশ্বকাপ ২০০৩: আফ্রিকায় বিশ্বকাপ, মাদক কেলেংকারি
৭ ফেব্রুয়ারি ২০১১বিজ্ঞাপন
ফাইনালে সেরা দুটি দলই খেলেছিলো একে অপরের বিরুদ্ধে৷ কিন্তু অস্ট্রেলিয়ার জয়রথ থামানোর সাধ্য তখন গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতের ছিল না৷ এর প্রমাণও মেলে, '৯৯ বিশ্বকাপের ফাইনালের মত একতরফাভাবে বিজয় ছিনিয়ে নেয় অসিরা৷ ফাইনালে অধিনায়ক পন্টিং এর ১২১ বলে ১৪০ রানের পর খেলায় আসলে ফেরার মত অবস্থা ছিল না ভারতীয়দের৷ অসিদের সংগ্রহ ছিল দুই উইকেটে ৩৫৯ রান, যা বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ৷
জবাবে অসিদের মতই মারকাট ব্যাটিং শুরু করে গাঙ্গুলির দল৷ কিন্তু ৩৯ ওভারেই ২৩৪ রানে থেমে যায় তারা৷ অস্ট্রেলিয়া জেতে ১২৫ রানের বিশাল ব্যবধানে৷ আর ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ তুলে নেন এবার রিকি পন্টিং৷ বিশ্বকাপের সাফল্যে অস্ট্রেলিয়া চলে যায় ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে আরও ওপরে৷ এছাড়া আফ্রিকা মহাদেশে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজনও ছিল সেবারের বিশেষ উল্লেখ্যযোগ্য ব্যাপার৷