বিশ্বকাপে ছক্কার রাজারা
ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা ক্রিজে থাকা মানেই ছক্কার পর ছক্কা৷ তবে তাদের জন্য বিশ্বকাপটা ঠিক জমছে না৷ ছক্কা মারায় তাদের চেয়ে অনেক এগিয়ে আছেন কয়েকজন...
এউইন মর্গান (ইংল্যান্ড)
ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি এখন তার দখলে৷ আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ছক্কা মেরে রোহিত শর্মা, ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের ১৬ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি৷ নয় ম্যাচে মোট ২২টি ছক্কা মেরেছেন তিনি৷
আরন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক আরন ফিঞ্চ৷ এ পর্যন্ত সেঞ্চুরি করেছেন দুটি৷ ছয় ম্যাচে তার ছক্কা ১৮টি৷
রোহিত শর্মা (ভারত)
ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মাও এখন দারুণ ফর্মে৷ সাত ম্যাচে তার ছক্কা ১২টি৷
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
গেইল মানেই মাঠে ঝড়৷ কিন্তু এবার বিশ্বকাপে ব্যাটিং ঝড় ঠিক সেভাবে দেখাতে না পারলেও এগিয়েই অাছেন তিনি৷ গ্রুপ পর্যায়ে নয় ম্যাচে গেইল ছক্কা হাঁকিয়েছেন ১২টি৷
জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
হার্ডহিটিং ব্যাটসম্যান হিসাবে খ্যাতি আছে জনি বেয়ারস্টোর৷ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের নয় ম্যাচে মোট ১১টি ছক্কা এবং ৫৫টি চার হাঁকিয়েছেন তিনি৷ ছক্কার দিক থেকে কিছুটা পেছনে থাকলেও চারের ক্ষেত্রে বেয়ারস্টো সবার সেরা৷
নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
বিপিএল মাতানো এই ক্যারিবীয় আইপিএলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছেন৷ বিশ্বকাপের নয় ম্যাচে তার ছক্কা ১০টি৷
বেন স্টোকস (ইংল্যান্ড)
স্বাগতিক ইংল্যান্ডের বেন স্টোকস নয় ম্যাচে ছক্কা মেরেছেন ৯টি আর চার ৩৩টি৷
কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
৮ ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে ৮টি ছক্কা হাঁকিয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট৷
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
স্বদেশি ব্র্যাথওয়েটের মতো অধিনায়ক জেসন হোল্ডারের ছক্কাও আটটি৷ তবে এর জন্য তিনি ব্যাট করেছেন সাত ইনিংস৷
জস বাটলার (ইংল্যান্ড)
ছক্কা মারায় তারও খ্যাতি আছে৷ ৯ ম্যাচের আট ইনিংসে তারও ছক্কার সংখ্যা আটটি৷