বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা: রিপোর্ট
কাতার বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তিনিই ট্রফি উন্মোচন করবেন বলে জানাচ্ছে মিডিয়া-রিপোর্ট।
বিশ্বকাপে দীপিকা
এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। দীপিকাও কিছু জানাননি। কিন্তু সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে দীপিকা উপস্থিত থাকবেন এবং ট্রফির উন্মোচন করবেন। শীঘ্রই তিনি কাতার যাবেন।
প্রথম অভিনেত্রী
যদি সত্যিই দীপিকা বিশ্বকাপ ট্রফির উন্মোচন করেন, তাহলে তিনিই হবেন বিশ্বের প্রথম অভিনেত্রী যিনি এই সম্মান পাবেন। এর আগে অভিনয় জগতের সঙ্গে জড়িত কেউ এই সম্মান পাননি।
লুসেইল স্টেডিয়াম
বিশ্বকাপের ফাইনাল হবে লুসেউল স্টেডিয়ামে। এখানে বিশ্বকাপের মোট ১০টি খেলা হবে। এই স্টেডিয়ামেই সৌদি আরবের কাছে মেসির আর্জেন্টিনা ২-১ গোলে হেরে যায়। ১৮ ডিসেম্বর এখানেই বিশ্বকাপের ফাইনাল হবে।
কানের পর
দীপিকা কিছুদিন আগেই কান ফিল্ম ফেস্টিভালে ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন। তিনি সেখানে জুরিও হয়েছিলেন।
জানুয়ারিতে 'পাঠান'
দীপিকার শেষ রিলিজ হওয়া ছবি 'গেহরাঁইয়া'। জানুয়ারিতে মুক্তি পাচ্ছে 'পাঠান'। এখানে শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।
আরো সিনেমা
অমিতাভ বচ্চন ও দক্ষিণ ভারতের স্টার প্রভাসের সঙ্গেও সিনেমা করছেন দীপিকা। সিনেমার নাম প্রজেক্ট কে। আগামী বছর এই ছবির মুক্তি পাওয়ার কথা। তাছাড়া স্বামী রণবীরের ছবি সার্কাসেও একটি ক্যামিও রোলে দেখা যাবে তাকে।