বিশ্বকাপ নিয়ে উৎসবমুখর জর্ডান
১৩ নভেম্বর ২০১৩এরপর আবার আগামী বুধবার প্লে-অফের দ্বিতীয় ও শেষ পর্বের খেলা হবে দুদলের মধ্যে৷
এদিকে, প্রথম পর্বকে ঘিরে জর্ডানের রাজধানী আম্মানে এখন সাজ সাজ রব পড়ে গেছে৷ জাতীয় দলের খেলোয়াড়দের জন্য স্পন্সর জোগাড় করতে দিনব্যাপী টেলিথন আয়োজন করা হয়েছে৷ এতে প্রায় সোয়া দুই মিলিয়ন ডলার পাওয়া গেছে৷ এর মধ্যে স্বয়ং বাদশাহ আব্দুল্লাহ সরাসরি টেলিথনে ফোন করে জাতীয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন৷ এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন অর্ধ মিলিয়ন ডলার৷
২৪ বছরের কম্পিউটার প্রকৌশলী আম্মানবাসী আহমেদ আবাদি বলছেন, ‘‘অবশেষে বিশ্ব ফুটবলে আমাদের নাম উচ্চারিত হচ্ছে৷'' জাতীয় দলের সাবেক প্রশিক্ষক ইসা তুর্ক বলছেন, ‘‘আগে শুধু দেশপ্রেম থেকে জাতীয় দলকে সমর্থন করত জর্ডানিরা৷ আর এখন দলটা জাতীয় গর্বের উৎসে পরিণত হয়েছে৷''
আগে আম্মানের যে ক্যাফেগুলোতে বার্সেলোনা আর রেয়াল মাদ্রিদের পতাকা ঝুলতো সেখানে এখন শোভা পাচ্ছে জাতীয় পতাকা৷ মেসি আর রোনাল্ডোর ছবির জায়গায় দেখা যাচ্ছে জাতীয় দলের ফুটবলারদের পোস্টার৷
খেলা দেখার জন্য টিকিট বিক্রি শুরুর রেকর্ড সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়৷ এখন সেটা পাওয়া যাচ্ছে কালোবাজারে৷ কিন্তু সেখানে কোনো কোনো টিকিটের দাম পড়ছে প্রায় এক হাজার ডলার, মানে প্রায় ৭৮ হাজার টাকা!
উল্লেখ্য, জর্ডান এবার বিশ্বকাপ খেলার সুযোগ পেলে তারাই হবে ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয়া একমাত্র আরব দেশ৷ এশিয়া থেকে ইতিমধ্যে ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে৷
অন্যান্য খেলা
বুধবার প্লে-অফের আরেক খেলায় মুখোমুখি হবে মেক্সিকো আর নিউজিল্যান্ড৷ এছাড়া শুক্রবার রোনাল্ডোর পর্তুগাল বনাম ইব্রাহিমোভিচের সুইডেন এবং রিবেরির ফ্রান্স বনাম ইউক্রেনের খেলা হবে৷
জেডএইচ/এসবি (ডিপিএ, এএফপি)