বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা
২৫ জানুয়ারি ২০১৬ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে রবিবার৷ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেকে জানান, ‘‘এদের মধ্যে ছয়জনকে বহিষ্কার করা হয় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে৷'' জানা গেছে, তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের (বানানভেদে হিযবুত তাহরির) সঙ্গে যুক্ত এবং সকলেই ‘বিজনেস ফ্যাকাল্টির' ছাত্র ছিল৷
হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববদ্যিালয়ের আইবিএ-র শিক্ষক ছিলেন৷ ২০১০ সালে তাকে গ্রেপ্তার করা হলেও, পরে তিনি জামিনে মুক্তি পান৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সৈয়দ গোলাম মাওলা হিজবুত তাহরীর বাংলাদেশের সমন্বয়ক৷ তিনিও গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছাড়া পান৷
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় গ্রেপ্তার হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পাঁচজন ছাত্র৷ তারা হলো – ফয়সাল বিন নাইম দীপ, মাকসুদল হাসান অনিক, এহসান রেজা রুম্মান, নাঈম শিকদার ইরাদ ও নাফিস ইমতিয়াজ৷ পরে তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়৷ এরা সকলেই আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য৷
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ছাত্র মোহাম্মদ নুরউদ্দনি এবং আবু বারাকাত মোহাম্মদ রফকিুল হাসানকে জঙ্গি তৎপরতার অভিযোগে বুয়েট থেকে বহিষ্কার করে পুলিশে দেয়া হয় গত বছরের সেপ্টেম্বর মাসে৷ এছাড়া ইকবাল মাহমুদ, তারেক রেজা ও মুফাক্কির ইসলামকে তাদের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়৷ আর লুৎফর রাহমান নামে একজন ছাত্রকে সতর্ক করে দেয়া হয়৷
গত ডিসেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নয়ন, ফয়সাল এবং রাসেলকে জঙ্গি সংগঠন জেএমবি-র সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়৷ কিন্তু কোনো ঘটনাতেই বহিষ্কারের বাইরে আইনগত ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রাইভেট এবং পাবলিক দু'ধরনের বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই জঙ্গিরা কাজ করছে৷ এর পিছনে বড় ধরনের বিনিয়োগ আছে জঙ্গিদের৷'' তিনি বলেন, ‘‘এই তৎপরতার নেপথ্যে আছেন কিছু শিক্ষক৷ তারাই ছাত্রদের নানাভাবে জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ করছেন৷''
এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, ‘‘এদের চিহ্নিত করে খালি বহিষ্কার করলে চলবে না৷ আইনের আওতায় নিতে হবে৷ নয়ত তৎপরতা কমবে না৷''
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা বহিষ্কার করেছি, এখন আইনগত ব্যবস্থা নেয়ার দায়িত্ব পুলিশের৷ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জঙ্গি মনিটরিং-এর দায়িত্বে আছে৷ তাদের নজরদারির কারণেই আমরা জঙ্গি তৎপরতায় জড়িতদেও চিহ্নিত করতে পেরেছি৷''
তবে তিনি বলেন, ‘‘এই জঙ্গি তৎপরতার সমস্যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, প্রায় সব বিশ্ববিদ্যালয়ই একই পরিস্থিতি মোকাবেলা করছে৷ আমার মনে হয়, মনিটরিং আরো জোরদার করে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন৷''
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন জঙ্গি তৎপরতার দিকে ঝুঁকছে? জানান আপনার মতামত, নীচের ঘরে৷