বিশ্বে স্থায়ী অপুষ্টির শিকার শিশুদের অর্ধেকেরও বেশি দক্ষিণ এশিয়ায়
১৩ নভেম্বর ২০০৯বিজ্ঞাপন
ইউনিসেফ এর জাতিসংঘ শিশু তহবিল এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী অপুষ্টির শিকার শিশুরা নানা ধরনের ইনফেকশনে আক্রান্ত্র হওয়ার ঝুঁকিতে থাকে বেশি৷ ডায়ারিয়া, হাম, নিউমোনিয়া এবং ম্যালেরিয়ার মতো সাধারণ রোগে তাদের মারা যাওয়ার আশঙ্কাও থাকে বেশি৷
এতে আরও বলা হয়েছে, পুষ্টির অভাবে শিশুদের শেখার ক্ষমতা কমে যায়৷ অনেকেই এ কারণে বামুন হয়ে যায় এবং বোকাসোকা বা কম আইকিউ সম্পন্ন হয়৷
এ সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত পাঁচটি দেশ আফগানিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান৷ এসব দেশের কমবয়সি শিশুদের প্রায় ৪০ ভাগই অপুষ্টির শিকার৷
ইউনিসেফ জানায়, দক্ষিণ এশিয়ার এসব দেশের পাঁচ বছরের কমবয়সি ৮ কোটি ৩০ লাখ শিশু পর্যাপ্ত খাদ্য পায় না৷ অন্যদিকে বাকী বিশ্বে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ৭ কোটি ২০ লাখ৷
প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ
সম্পাদনা: আবদুস সাত্তার