1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের মহাসাগর হুমকির মুখে: জাতিসংঘ

২৫ জানুয়ারি ২০১২

জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের মহাসাগরগুলির মারাত্মক ক্ষতি হচ্ছে৷ এর পরিণাম সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/13pVe
হারিয়ে যেতে পারে গ্রেট ব্যারিয়ার রিফছবি: dpa

রিপোর্টের পোশাকি নাম ‘গ্রিন ইকনমি ইন এ ব্লু ওয়ার্ল্ড'৷ বিশ্বের মহাসাগরগুলির করুণ অবস্থা ফুটে উঠেছে জাতিসংঘের এই বিবরণে৷ পৃথিবীর ৩ ভাগ জল, এক ভাগ স্থল৷ ফলে ভূ-পৃষ্ঠের প্রায় তিন-চতুর্থাংশ এলাকার এই সংকট বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ গোটা বিশ্বে সমুদ্র ও উপকূলবর্তী এলাকার উদ্ভিদ ও প্রাণীজগত আজ বিপন্ন৷ সেইসঙ্গে কমে চলেছে সমুদ্রের অর্থনৈতিক উপযোগিতাও৷ জলবায়ু পরিবর্তন, নানা রকম দূষণ ও সামুদ্রিক সম্পদের মাত্রাহীন ব্যবহারের ফলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হচ্ছে মানুষকে৷ খাদ্য নিরাপত্তা ও উন্নয়নের গতিকে হুমকির মুখে ফেলছে এই সমস্যা৷

Kind Strand Meer
উপকূলবর্তী এলাকার জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ছেছবি: Fotolia/vanillla

তবে জাতিসংঘের মতে, এখনো সময় রয়েছে৷ মহাসাগর বাঁচাতে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনগুলিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে৷ এর জন্য প্রয়োজন টেকসই উন্নয়ন৷ প্রাকৃতিক সম্পদ আহরণের সময় পরিবেশের ক্ষতি করলে চলবে না৷ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন থেকে শুরু করে ইকো-টুরিজম'কে আরও উৎসাহ দেওয়ার মাধ্যমে উপকূলবর্তী এলাকার পরিস্থিতির উন্নতি করতে হবে৷

Great Barrier Reef
সমুদ্রের গভীরেও বদলে যাচ্ছে পরিস্থিতিছবি: AP

আগামী জুন মাসে ব্রাজিলে জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত সম্মেলনের আগে ম্যানিলায় ৭০টি দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তা প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ সেখানেই এই ‘গ্রিন ইকনমি' রিপোর্ট পেশ করা হয়৷ তাতে আরও বলা হয়েছে, যে গোটা বিশ্বের মৎসভাণ্ডারের প্রায় ৩০ শতাংশ মাত্রাতিরিক্ত ব্যবহার করা হচ্ছে৷ সেইসঙ্গে প্রায় ৫০ শতাংশের পূর্ণ ব্যবহার হয়ে চলেছে৷ উপকূলবর্তী ম্যানগ্রোভ অরণ্যের প্রায় ২০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রের বুকে যে ‘রিফ' রয়েছে, তার ভবিষ্যতও বিপন্ন হয়ে পড়েছে৷ উপকূলবর্তী অঞ্চলের ১০০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসরত মানুষের প্রায় ৪০ শতাংশ সমুদ্রের উপর খাদ্য সহ বিভিন্ন ভাবে নির্ভরশীল৷ এই নেতিবাচক পরিবর্তনের ফলে তাদের জীবনযাত্রারও অবনতি ঘটবে বলে রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে৷ এই প্রবণতার মোকাবিলা করতে চাষবাস ও মাছ ধরার প্রক্রিয়াকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে৷ এই কাজে সফল হলে বিশ্ব অর্থনীতিরও লাভ হবে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী এর মাধ্যমে বাড়তি ৫,০০০ কোটি ডলার পর্যন্ত মুনাফা হতে পারে৷ অতএব সমুদ্র সংক্রান্ত সামগ্রিক এই চিত্র তুলে ধরে ব্রাজিল সম্মেলনে সদস্য দেশগুলির উপর সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য