বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার: নেইমার
২২২ মিলিয়ন ইউরো বা ২৫৮ মিলিয়ন ডলার: ফ্রান্সের পিএসজি ক্লাব নাকি নেইমারকে পাবার জন্য তাও দিতে রাজি – যা কিনা হালের ট্রান্সফার রেকর্ডের ডবলের বেশি! কাজেই প্রশ্ন ওঠে: কে এই ফুটবলের কোহিনূর?
তারকার জন্ম
এফসি সান্তোসে মাত্র ১৭ বছর বয়সে সকলের নজর কাড়তে শুরু করেন নেইমার৷ ছবিতে ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তাঁকে দেখা যাচ্ছে ফুটবলের কিংবদন্তি পেলের সঙ্গে৷ ব্রাজিলের নতুন সুপারস্টার হয়ে উঠতে নেইমারের বেশি সময় লাগেনি৷ ওদিকে সান্তোসের হয়ে ১৩৪টি খেলায় ৭০টি গোল করার পর স্বভাবতই ইউরোপ থেকে ডাক আসে...৷
বার্সেলোনার রাজত্বে
বার্সেলোনার ফ্যানরা নেইমারকে পেয়ে আহ্লাদে আটখানা! নেইমারকে আনার জন্য বার্সেলোনাকে ৮০ মিলিয়ন, মানে আটকোটি ইউরো খসাতে হয়েছিল বলে শোনা যায়৷ নেইমার যে সরাসরি পাঁচ বছরের কনট্র্যাক্ট পান, সেটাও তাঁর উপর বার্সেলোনার আস্থার নজির৷ মেসি-নেইমার দ্বয়ীকে সামনে রেখে এর পর যখন বার্সেলোনা সম্মুখসমরে নামবে, তখন মনে হবে যেন গ্রিক মহাকাব্যের কোনো দৃশ্য...৷
দ্বয়ী নয়, ত্রয়ী
এক বছর পরেই লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে যোগ দেন লুইস সুয়ারেজ – বার্সেলোনার ফরোয়ার্ড লাইন হয় আণবিক থেকে পারমাণবিক৷ শুধু ইউরোপের নয়, বিশ্বের যে কোনো ক্লাবের ডিফেন্স ছিন্নভিন্ন করার ক্ষমতা রাখে এই ত্রয়ী৷ কাজেই ২০১৪/১৫-র মরশুমে ‘ট্রিপল’ জেতে বার্সেলোনা – পরের বছর আবার স্পেনের চ্যাম্পিয়নশিপ৷ বার্সেলোনার থ্রি মাস্কেটিয়ার্সে নেইমারের ভূমিকা নিয়ে এরপর থেকে আর কোনো প্রশ্ন ওঠেনি৷
ব্রাজিল মানেই নেইমার
কিন্তু নেইমার যদি পিঠের চোট নিয়ে মাঠে থাকতে না পারেন, তাহলে কী হবে? স্বদেশে বিশ্বকাপের সেমিফাইনালে ঘটলও তাই৷ জার্মান একাদশের কাছে গো-হারা হারল ব্রাজিল৷ তাহলে কি নেইমারের মেসির দশা হতে চলেছে? তাঁর ব্রাজিলকে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবার আশা কি আর্জেন্টিনার মেসিকে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবার আশার মতোই একটা মরীচিকা থেকে যাবে?
না, মরীচিকা হতে যাবে কেন...
ব্রাজিলকে নিয়ে অলিম্পিক ফুটবলের সোনা জিতলেন নেইমার – এমনকি জার্মানির বিরুদ্ধে চূড়ান্ত পেনাল্টি শটটি নিয়ে যেন বেলো ওরিজোন্তে শহরে সেই লজ্জাকর ৭-১ গোলে পরাজয়ের স্মৃতিও কিছুটা ভুলতে পারলেন৷ আর ২০১৮ সালে রাশিয়ার বিশ্বকাপ তো রয়েছেই...৷
কুয়ো ভাদিস?
প্রথমে কাতারে পিএসজি-র হর্তাকর্তাদের সঙ্গে নেইমারের মোলাকাত হবার খবর; তারপর বার্সেলোনার নেইমারকে ট্রেনিং থেকে ছাড়; এবার নাকি বার্সা নেইমারের পিএসজি-তে বদলির কথা স্বীকার করেছে৷ নেইমারের দাম তো বার্সেলোনা আগে থেকেই ঠিক করে রেখেছে: ২২২ মিলিয়ন ইউরো৷ এখন নেইমার পিএসজি-তে আসার জন্য ও পিএসজি-তে থাকার জন্য – সেই সঙ্গে তাঁর বাবা নেইমারের উপদেষ্টা হিসেবে কী পেলেন অথবা না পেলেন, সে হিসেব করে কোনো লাভ আছে?