বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত গ্রাম ইত্তকোরতোমি
গ্রিনল্যান্ডের পূর্বের ইত্তকোরতোমি সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত গ্রাম৷ মাত্র সাড়ে তিনশ মানুষ সেখানে বাস করেন৷
বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত গ্রাম
গ্রিনল্যান্ডের পূর্বের ইত্তকোরতোমি সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত গ্রাম৷ মাত্র সাড়ে তিনশ মানুষ সেখানে বাস করেন৷
রংবেরংয়ের কাঠের বাড়ি
নির্মাণশৈলি আর রংবেরংয়ের বাড়ি স্ক্যান্ডিনেভিয়ার কথা মনে করিয়ে দেয়৷ মাত্র ৭০ বছর আগেও গ্রিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশ ছিল৷ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল৷
চলাচলের বাহন
ইত্তকোরতোমিতে ইনুইট আদিবাসীরা বাস করেন৷ সিল, নারওয়াল জাতের তিমি, মেরু ভল্লুক, মাস্ক ষাঁড় ইত্যাদি শিকার করেন তারা৷ ডগস্লেড, অর্থাৎ কুকুরের দলের টানা গাড়ির চেয়ে তারা এখন চলাফেরায় কোয়াড বাইক বেশি ব্যবহার করেন৷
পর্যটনে বিপত্তি
প্রমোদতরীতে করে পর্যটক আসা বেড়ে যাওয়ায় ইত্তকোরতোমি এলাকার বন্যপ্রাণীরা দূরে সরে যাচ্ছে৷ এছাড়া বিজ্ঞানীরা বলছেন, অন্য এলাকার কারখানা থেকে আসা রাসায়নিক উপাদানের কারণে এসব প্রাণীর মাংসে বিষ ঢুকে যাচ্ছে৷
বরফ গলা পানিতে গোসল
এই সুইমিংপুলে গোসল করা বেশিরভাগ মানুষের জন্যই চ্যালেঞ্জের হবে৷ কারণ সবচেয়ে গরমের মাস জুলাইতেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না৷ আর বরফ গলা পানি গরমও করা হয় না৷
একমাত্র সবুজ
ইত্তকোরতোমিতে কোনো ঘাস জন্মায় না৷ তাই সেখানে একমাত্র সবুজ হচ্ছে ফুটবল মাঠের আর্টিফিসিয়াল টার্ফ৷
জনসংখ্যা কমছে
কয়েকবছর আগেও ইত্তকোরতোমির জনসংখ্যা প্রায় ৫০০ ছিল৷ কিন্তু শিকার করা ছাড়া আয়ের অন্য কোনো উৎস না থাকায় জনসংখ্যা কমে এখন প্রায় সাড়ে তিনশ হয়েছে৷