বিষাক্ত ধোঁয়ায় ঢাকা দিল্লিতে সব স্কুল বন্ধ
প্রথমে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সতর্কবার্তা এবং তারপর নগরভবন থেকে এলো নির্দেশ – বন্ধ রাখতে হবে সব স্কুল৷ ধোঁয়ায় ঢাকা ভারতের রাজধানী শহরের সব স্কুল সত্যি সত্যিই এখন বন্ধ৷
ভয়াবহ অবস্থা
দিল্লির গঙ্গারাম হাসপাতালের চেস্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. অরবিন্দ কুমার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘আমরা এখন জরুরি অবস্থার মুখোমুখি৷ প্রতিনিয়তই আমরা আমাদের জীবনের ব্যাপ্তি কমাচ্ছি৷ (বায়ূ দূষণের) মাত্রাটা তাড়াতাড়ি কমাতে হবে৷ আপাতত স্কুলগুলো বন্ধ করা দরকার৷’’
কতটা ভয়াবহ
‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’-এ দূষণের মাত্রা যেখানে ১০০-র বেশি হওয়াটাই বিপজ্জনক, সেখানে দিল্লির বায়ু দূষণের মাত্রা ৪৫১৷ দিল্লির মার্কিন দূতাবাস অবশ্য বলছে পরিস্থিতি আরো ভয়াবহ৷ তারা বলছে, সম্প্রতি একটা সময় দিল্লির বায়ু দূষণের মাত্রা পাঁচশ ছাড়িয়েছিল৷
নগরবাসীর অভিজ্ঞতা
দিল্লির এক রাস্তার পাশে চা বিক্রি করেন জীবনানন্দ যোশী৷ তাঁর মতে, গত কয়েক দশকে শহরের পরিবেশ খুব দ্রুত খারাপ হয়েছে৷ এএফপিকে তিনি বলেন, ‘‘আমি দিল্লিতে এসেছি ১৯৮৪ সালে৷ তখন এ শহরের বাতাস পরিষ্কার ছিল৷ আর আজ ভোর চারটায় যখন ঘর থেকে বেরিয়েছি, তখন রাস্তার কিছুই দেখা যাচ্ছিল না৷ পথে তখন কুয়াশা ছিল না, যা ছিল তা শুধুই ধোঁয়া৷ এই ধোঁয়া ধীরে ধীরে আমাদের অসুস্থ করে দিচ্ছে৷’’
সংকট আকস্মিক নয়
হঠাৎ করে এ অবস্থা হয়নি দিল্লির৷ পরিবেশবিদরা গত কয়েক বছর ধরেই ২ কোটি অধিবাসীর এ শহরে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার কথা বলে আসছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একবার রাজধানী শহরকে বলেছেন, ‘গ্যাস চেম্বার’৷ গত কিছুদিনে পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে ওঠে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যতটুকু বায়ু দূষণকে সহনীয় মনে করে, দিল্লির বায়ু এখন তার চেয়ে ৩০ গুন বেশি দূষিত৷
৫০ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর শহর দিল্লি
দিল্লিতে সরকারি, বেসরকারি মিলিয়ে মোট ৬ হাজার স্কুল রয়েছে৷ স্কুলগুলোতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০ লক্ষের মতো৷ বায়ু দূষণের কারণে তাদের স্বাস্থ্যের বিষয়টিই সবচেয়ে গুরুত্ব দিয়েছে নগর কর্তৃপক্ষ৷
অবশেষে দিল্লি পুরসভার ঘোষণা
মঙ্গলবার দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া এক টুইট বার্তায় বলেন, ‘‘দিল্লিতে বাতাসের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে৷ এ অবস্থায় আমরা শহরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি৷’’ ঘোষণা অনুযায়ী, আপাতত আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সব স্কুল৷