২০০ বছরের রেকর্ড ছোঁবেন বরিস জনসন
২৪ মে ২০২১বরিস জনসনের ঘরোয়া ডাকনাম বোজো৷ পরিচয়ের পর থেকে প্রেমিকা কেরিও নিশ্চয়ই তাকে এ নামেই ডাকেন৷ ব্রিটেনের দ্য সান পত্রিকা জানাচ্ছে, অ্যাসপিনাল ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী কেরি নাকি ইতিমধ্যে বন্ধু-স্বজনদের বিয়ের দাওয়াতও দিতে শুরু করেছেন৷ কবে হবে বিয়ে? সম্ভবত ২০২২ সালের ৩০ জুলাই৷ কোথায় হবে তা অবশ্য এখনো জানা যায়নি৷
তবে বিয়ে যেখানেই হোক, ২০২২ সালে হলে নতুন একটা রেকর্ডে ২০০ বছর পরে নিজের নামও লেখাতে পারবেন বরিস জনসন৷ ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের আগেই কেরিকে পেয়েছিলেন৷ এক চ্যারিটি প্রোগ্রামে পরিচয়, পরিচয় থেকে প্রেম, তারপর বাগদান এবং তার কিছু দিনের মধ্যেই করোনা মহামারি৷ ফলে দুজন বারবার খবরের শিরোনামে এলেও করোনার প্রাদূর্ভাবের কারণে বিয়ের ঘোষণাটা দিতে পারেননি৷
অবশ্য তাতে যৌথজীবন-যাপন থেমে থাকেনি৷ ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে বসবাস শুরু করেন ২০১৯ সালের জুলাই মাসে৷ পরের বছর ৫৬ বছর বয়সি বরিস আর ৩৩ বছর বয়সি কেরির ঘর আলো করে আসে ছেলে উইলফ্রেড৷
করোনা মহামারি না থাকলে এতদিনে নিশ্চয়ই বিয়েটাও হয়ে যেতো৷ সেক্ষেত্রে লর্ড লিভারপুলের পাশে বরিস জনসন নামটাও বসে যেতো৷ ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন লর্ড লিভারপুল৷
একটু দেরিতে, অর্থাৎ, ২০২২ সালে কেরি সাইমন্ডসকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলে ঠিক দুশ' বছর পরই সেই রেকর্ড স্পর্শ করবেন বরিস জনসন৷
এসিবি/কেএম (রয়টার্স)