1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০০ বছরের রেকর্ড ছোঁবেন বরিস জনসন

২৪ মে ২০২১

সন্তানের বাবা হয়ে গেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী৷ তবে সে দেশের গণমাধ্যম বলছে, আগামী গ্রীষ্মেই গির্জায় গিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে কেরি সাইমন্ডসকে ‘আই ডু' বলবেন বোজো৷

https://p.dw.com/p/3tqz6
Großbritannien Boris Johnson nach der Wahl 2019
ছবি: Reuters/T. Mukoya

বরিস জনসনের ঘরোয়া ডাকনাম বোজো৷ পরিচয়ের পর থেকে প্রেমিকা কেরিও নিশ্চয়ই তাকে এ নামেই ডাকেন৷ ব্রিটেনের দ্য সান পত্রিকা জানাচ্ছে, অ্যাসপিনাল ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী কেরি নাকি ইতিমধ্যে বন্ধু-স্বজনদের বিয়ের দাওয়াতও দিতে শুরু করেছেন৷ কবে হবে বিয়ে? সম্ভবত ২০২২ সালের ৩০ জুলাই৷ কোথায় হবে তা অবশ্য এখনো জানা যায়নি৷

তবে বিয়ে যেখানেই হোক, ২০২২ সালে হলে নতুন একটা রেকর্ডে ২০০ বছর পরে নিজের নামও লেখাতে পারবেন বরিস জনসন৷ ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের আগেই কেরিকে পেয়েছিলেন৷ এক চ্যারিটি প্রোগ্রামে পরিচয়, পরিচয় থেকে প্রেম, তারপর বাগদান এবং তার কিছু দিনের মধ্যেই করোনা মহামারি৷ ফলে দুজন বারবার খবরের শিরোনামে এলেও করোনার প্রাদূর্ভাবের কারণে বিয়ের ঘোষণাটা দিতে পারেননি৷

অবশ্য তাতে যৌথজীবন-যাপন থেমে থাকেনি৷ ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে বসবাস শুরু করেন ২০১৯ সালের জুলাই মাসে৷ পরের বছর ৫৬ বছর বয়সি বরিস আর ৩৩ বছর বয়সি কেরির ঘর আলো করে আসে ছেলে  উইলফ্রেড৷

করোনা মহামারি না থাকলে এতদিনে নিশ্চয়ই বিয়েটাও হয়ে যেতো৷ সেক্ষেত্রে লর্ড লিভারপুলের পাশে বরিস জনসন নামটাও বসে যেতো৷ ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন লর্ড লিভারপুল৷

একটু দেরিতে, অর্থাৎ, ২০২২ সালে কেরি সাইমন্ডসকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলে ঠিক দুশ' বছর পরই সেই রেকর্ড স্পর্শ করবেন বরিস জনসন৷

এসিবি/কেএম (রয়টার্স)