1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুদাপেস্টের নামকরা বুলেভার্ড

২৬ মে ২০১৭

অন্দ্রাশি উট হলো বুদাপেস্টের সবচেয়ে নামকরা বুলেভার্ড, কেননা এই বুলেভার্ডটির কাছেই ফ্রানৎস লিস্ট চত্বর৷ লিস্ট হাঙ্গেরির প্রখ্যাততম সংগীতস্রষ্টা৷

https://p.dw.com/p/2daVL
বুদাপেস্টের সবচেয়ে নামকরা বুলেভার্ড অন্দ্রাশি উট
বুদাপেস্টের সবচেয়ে নামকরা বুলেভার্ড অন্দ্রাশি উটছবি: picture-alliance/Chromorange/Z. Okolicsanyi

বিশ্বাস করা শক্ত যে, এরকম একটি শান্তির নীড় বুদাপেস্টের বৃহত্তম বুলেভার্ডটির ঠিক পাশে৷ এই ফ্রানৎস লিস্ট চত্বরে হাঙ্গেরির মানুষ তাঁদের প্রখ্যাততম সংগীতস্রষ্টার মূর্তি প্রতিষ্ঠা করেছেন৷ সংগীতের ছাত্র দমনকোশ চোব্বাই প্রতিদিন এখান দিয়ে যান৷

সংগীতের ছাত্র দমনকোশ চোব্বাই বললেন, ‘‘মূর্তিটি দিয়ে বোঝানো হয়েছে যে, লিস্টের পিয়ানোবাদক হবার জন্যই জন্ম হয়েছিল – অতিকায় আঙুল আর বিরাট একটি হাত৷’’

বুদাপেস্টের বুলেভার্ড

ফ্রানৎস লিস্ট চত্বরের পাশেই ফ্রানৎস লিস্ট সংগীত অ্যাকাডেমি, যার ছাত্রসংখ্যা ৯০০ – হাঙ্গেরির বৃহত্তম সংগীত মহাবিদ্যালয় এই ফ্রানৎস লিস্ট অ্যাকাডেমি৷ অ্যাকাডেমিটি তৈরি হয় লিস্টের মৃত্যুর পরে৷ অ্যাকাডেমির ১৯০৭ সালে তৈরি কনসার্ট হলটি দেখবার মতো৷ চোব্বাই জানালেন, ‘‘এটি হলো হাঙ্গেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগীত প্রতিষ্ঠান, ফ্রানৎস লিস্ট স্বয়ং যার প্রতিষ্ঠাতা৷ প্রায় সব প্রজন্মের হাঙ্গেরীয় সংগীতশিল্পীরা এখানে প্রশিক্ষণ নিয়েছেন৷’’

প্রায় আড়াই কিলোমিটার লম্বা অন্দ্রাশি উট বুলেভার্ডটি ২০০২ সাল যাবৎ ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকারের অঙ্গ৷ ইউরোপের অন্যান্য বড় বুলেভার্ডের মতো এখানেও যেমন গাড়ি চলে, তেমন মানুষজন বেড়াতে আসেন৷

বুদাপেস্টের বৃহত্তম গির্জা সেন্ট স্টিফেন্স বাসিলিকার দক্ষিণে শুরু হয়ে উত্তর-পূর্ব দিকে চলে গেছে অন্দ্রাশি উট৷ হাঙ্গেরির রাজধানীর হৃৎপিণ্ড এখানেই৷

ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নব্য রেনেসাঁস শৈলীতে তৈরি হয় অন্দ্রাশি উট, প্যারিসের শঁজেলিজের অনুকরণে৷

বুলেভার্ডটি শেষ হয় বুদাপেস্টের বৃহত্তম চত্বরগুলির মধ্যে একটিতে – যার নাম হলো বীরদের চত্বর৷

কিবা দিন কিবা রাত, অন্দ্রাশি উট-এর টান এড়ানো পর্যটকদের পক্ষে অসম্ভব৷

হল্ম ভেবার/এসি