বুধবার থেকে দুই দিনের অবরোধের ঘোষণা বিএনপির
৬ নভেম্বর ২০২৩বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) এই কর্মসূচি চলবে বলে বিবৃতিতে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷
সোমবার বিকেলে বিএনপির ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিও বিবৃতিতে রুহুল কবির রিজভী অবরোধের ঘোষণা দেন৷ ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে' দলের পক্ষ থেকে এই অবরোধের ডাক দেন তিনি৷
রিজভী বলেন, ‘‘বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ তারিখ বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঘোষণা করছি৷"
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়৷ এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়৷ এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি৷ এক দিনের বিরতি দিয়ে আবার দুই দিনের অবরোধ ঘোষণা করা হলো৷
এমকে/এফএস