1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগার বিশেষত্ব – খেলোয়াড়দের উল্কি

৫ আগস্ট ২০১১

বুন্ডেসলিগার পেশাদার খেলোয়াড়দের অর্ধেকেরই শরীরে কমবেশি উল্কি পাওয়া যাবে৷ তাতে নাম-ধাম, ছবি, প্রবচন-প্রবাদ-সাধুবাক্য, সব কিছুই আঁকা থাকবে৷ এমনকি এক কোচেরও ঐ দশা৷

https://p.dw.com/p/12BbW
Fußball-Bundesliga, Eintracht Frankfurt - Hertha BSC Berlin am Samstag (19.05.2007) in der Commerzbank Arena in Frankfurt/Main: Der Berliner Kevin-Prince Boateng jubelt nach seinem Tor zum 1:0. Foto: Frank May dpa/lrs (Achtung : Sperrfrist! Die DFL erlaubt die Weiterverwertung der Bilder im IPTV, Mobilfunk und durch sonstige neue Technologien erst zwei Stunden nach Spielende. Die Publikation und Weiterverwertung im Internet ist während des Spiels auf insgesamt sechs Bilder pro Spiel begrenzt. +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/ dpa

বিশেষ করে কনুই থেকে কবজি পর্যন্ত: নাম হয়তো টোমাস কি লুসিয়ান, তার জন্মের তারিখ, কায়দা করে আকাশের তারা, মেঘ কি ফুলের অলঙ্করণ৷ নুরেমবার্গ ফুটবল ক্লাবের আলেক্সান্ডার এসভাইনের হাতে ‘‘ঠাকমা হিল্ডেগার্ড''-এর নাম ও জন্মের তারিখ উল্কি করা আছে৷ তবে প্লেয়াররা গোল করার আনন্দে কিংবা খেলার পর বিপক্ষের দলের প্লেয়ারদের সঙ্গে জার্সিবদলের সময় যেসব উল্কি চোখে পড়ে সেগুলো, এক কথায়, চোখ ধাঁধাঁনো৷

Martin Hüschen zeigt am Freitag (15.04.2011) in Unna seine Tätowierung. Mitten im Bundesliga-Endspurt hat sich der optimistische Fan von Tabellenführer Borussia Dortmund die Meisterschale neben Trainer Jürgen Klopp auf den Rücken tätowieren lassen. Foto: Marcus Simaitis dpa/lnw +++(c) dpa - Bildfunk+++
ছবি: pciture-alliance/dpa

কারো পিঠে ক্রুশবিদ্ধ যীশু, কারো বুকে বাবা-মা'য়ের ছবি, নানা রঙে উল্কি করা৷ শাল্কে'র জার্মেইন জোন্সের হাতে-বুকে-পিঠে আর তিলধারণের জায়গা নেই: হাতে তার ছেলেমেয়েদের নাম এবং ছবি৷ বুকে-পিঠে ড্র্যাগন থেকে শুরু করে ক্রুশ কিংবা প্রবাদবাক্য৷ কোলোনের ফাব্রিস এরেট'এর উল্কিতে পাবেন ‘‘ঈশ্বর ছাড়া আমাদের গতি নেই''৷ হামবুর্গের এলিয়েরো এলিয়া আর কোলোনের ক্রিস্টোফার শর্ক, দু'জনেরই মটো হল: ‘‘স্বপ্নটাকেই বাঁচো, স্বপ্ন দেখে জীবন কাটিও না৷'' হের্থা'র কোচ মার্কুস বাবেল তাঁর বাঁ হাতের পেশিতে নিজের সব ক'টি ক্লাবের নাম এবং শিল্ড উল্কি করিয়ে রেখেছেন: হের্থা, বায়ার্ন, স্টুটগার্ট, লিভারপুল, হামবুর্গ৷

কিন্তু উল্কি করানোর বিপদও আছে৷ হামবুর্গের এলিয়া গত বছরের মার্চ মাসে বুকে উল্কি করাতে গিয়ে ইনফেকশন বাঁধিয়ে বাকি মরশুমটা জলাঞ্জলি দেয়৷ ক্ষতিটা অবশ্য ক্লাবের৷ তাই এ'মরশুমে শুধু হামবুর্গই নয়, ভের্ডার ব্রেমেনও খেলোয়াড়দের উল্কি করানো নিষিদ্ধ করেছে - অন্তত বুন্ডেসলিগা চলাকালীন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন