1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডর্টমুন্ডের জয়ধ্বনি

১৩ এপ্রিল ২০১২

বিজয় কেতন উড়িয়ে চলেছে ডর্টমুন্ড৷ প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রতিরোধ ভেঙে বল পাঠিয়ে দিচ্ছে জালে৷ এমনকি জার্মান ঘরোয়া ক্লাবের ফুটবল পরাশক্তি বায়ার্ন মিউনিখকেও বুধবার গুঁড়িয়ে দিয়েছে তারা৷

https://p.dw.com/p/14dMA
ছবি: dapd

জয়ধ্বনি সঙ্গে নিয়েই শনিবার আবারো মাঠে নামবে বুন্ডেসলিগার সর্বোচ্চ পয়েন্টধারী এই ক্লাব৷ এবার লড়বে পয়েন্ট বিবেচনায় তৃতীয় অবস্থানে থাকা শালকের বিরুদ্ধে৷

খেলাটি হবে শালকের নিজের মাটিতে৷ তাই, দর্শকের সমর্থনও থাকবে তাদের পক্ষেই৷ কিন্তু এর পরেও ভীত নয় গত ২৫ টি খেলায় অপরাজিত ডর্টমুন্ড৷

শনিবারের খেলাটিকে শালকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে৷ কারণ গত ক'দিন আগের খেলায় নুরেমবার্গের দেয়া পরাজয়ের অভিজ্ঞতাটা তারা ভুলতে চাইছে৷ চাইছে, এই খেলায় জয় পেয়ে পয়েন্টের পাল্লাটা ভারি করতে৷

শালকের বিরুদ্ধে খেলাটি গুরুত্বের সঙ্গে দেখছে ডর্টমুন্ড-ও৷ কারণ কোনো ভাবে শালকে যদি ডর্টমুন্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে পয়েন্টের যোগ-বিয়োগের অঙ্কটা পাল্টে যেতে আর কতক্ষণ?

ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘ছয় পয়েন্ট বেশি নিয়ে আমরা সবার শীর্ষে রয়েছি৷ কিন্তু এর পরেও মনে হচ্ছে, শনিবারের খেলাটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ৷''

শালকে ক্লাবকে মোকাবিলা করার পর আরো তিনটি খেলা থাকবে ডর্টমুন্ডের সামনে৷ সেই দলগুলো হলো- ম্যোনশেনগাল্ডবাখ, কাইজারসলাউটার্ন ও ফ্রাইবুর্গ৷

বরুসিয়া ডর্টমুন্ড বনাম শালকে'র খেলা ছাড়াও শনিবার আরো কয়েকটি ক্লাবের খেলা আছে৷ তবে, সব খেলার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ ও আগ্রহের কেন্দ্রে রয়েছে ডর্টমুন্ড বনাম শালকের লড়াই৷

প্রতিবেদন: আফরোজা সোমা (এপি, এফপি)
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য