বুর্কিনি পার্টি করে মুসলিম নারীদের প্রতিবাদ
বুর্কিনির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদের বেলজিয়ামের মুসলিম নারীরা অভিনব এক ‘পার্টি’ করেছেন৷ সেই পার্টিতে কেউ পরে এসেছিলেন নিকাব, কেউ বিকিনি, কেউ বা বুর্কিনি৷ সবাই সমস্বরে বলেছেন, ‘‘আমরা নারী, আমরা স্বাধীন৷’’ দেখুন ছবিঘরে...
নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ
সম্প্রতি মুসলিম নারীদের জন্য তৈরি সাঁতারের পোশাক ‘বুর্কিনি’ ফ্রান্সে নিষিদ্ধ করা হয়৷ সে দেশের সর্বোচ্চ প্রশাসনিক আদালত অবশ্য এই নিষেধাজ্ঞাকে ‘মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে৷ তারপরও চলছে বিতর্ক, প্রতিবাদ৷ সেই প্রতিবাদের অংশ হিসেবেই অ্যান্টভ্যার্পে ‘বুর্কিনি বিচ পার্টি’-র আয়োজন করেছিলেন মুসলিম নারীরা৷
পোশাক পরা ‘ব্যক্তিগত’ বিষয়
প্রকৃত সমুদ্র সৈকতে না হলেও, আয়োজকরা অভিনব এ পার্টির নাম দিয়েছিলেন ‘বুর্কিনি বিচ পার্টি’৷ প্রতীকী প্রতিবাদের এই আয়োজনে সবাই যে শুধু বুর্কিনি পরে এসেছেন, তা কিন্তু নয়৷ পোশাক নির্বাচনে কোনো বিধিনিষেধ ছিল না৷ তাই কেউ পরেছিলেন বিকিনি, কেউ শুধু চোখ খোলা নিকাব, আবার কেউ কেউ পরে এসেছিলেন এই মুহূর্তে বিতর্কের তুঙ্গে থাকা বুর্কিনি৷ সব মিলিয়ে খুব বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছিল আয়োজনটি৷
বৈপরিত্যেও বৈচিত্র্য
পার্টিতে আসা এই নারীদের পোশাক দেখুন৷ খুব সংক্ষিপ্ত পোশাক বিকিনি যেমন আছে, তেমনই প্রায় পুরো শরীর ঢাকা বোরকাও আছে৷ এমন বৈপরিত্যে যে কোনো অসুবিধে নেই, বরং নারী এবং পুরুষের যে সব জায়গায় নিজের পছন্দের পোশাক পরার অধিকার থাকা উচিত – সে কথা সবাইকে জানাতেই আয়োজন করা হয়েছিল ‘বুর্কিনি বিচ পার্টি’৷
এক মুসলিম নারীর কথা
বিচ পার্টিতে নীল বুর্কিনি পরে আসা এই নারী ফ্রান্সে আরোপ করা নিষেধাজ্ঞা সম্পর্কে বললেন, ‘‘নিষেধাজ্ঞাটা খুবই অদ্ভুত৷ আমি তো আমার যা ইচ্ছে তা-ই পরতে চাই৷ নারী এবং পুরুষের সব জায়গায় নিজের ইচ্ছে মতো পোশাক পরার স্বাধীনতা থাকা দরকার৷’’
‘আমরা তাঁবু পরি না’
অ্যান্টভ্যার্পে এই পার্টি আয়োজনের একটা কারণ আছে৷ অ্যান্টভ্যার্পের মেয়র কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘মুসলিম নারীরা তাঁবু পরে৷’’ বোরকা বা নিকাবকে তাঁবুর সঙ্গে তুলনা করার বিষয়টি স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয়৷ বুর্কিনি পার্টিতে এসে অনেকেই মেয়রের উদ্দেশ্যে বলেছেন, ‘‘আমরা তাঁবু পরি না৷’’
অভাবনীয় সাড়া
আয়োজকরা পার্টিতে শ’ তিনেক মানুষ আসতে পারে বলে ধারণা করেছিলেন৷ তবে শেষ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিল বুর্কিনির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের এই আয়োজনে৷
ডানপন্থিদের প্রতিবাদ
‘বুর্কিনি বিচ পার্টি’-র বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল মুসলিমবিরোধী উগ্র ডানপন্থিরা৷ তবে সেই প্রতিবাদে বেশি মানুষ যোগ দেয়নি৷
আরো প্রতিবাদ
বিশ্বের নানা শহরে চলছে বুর্কিনির ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ৷ লন্ডন এবং বার্লিনে ফরাসি দূতাবাসের সামনেও নারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন৷