বুলগেরিয়ায় ট্রাক থেকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার
১৮ ফেব্রুয়ারি ২০২৩ফেলে যাওয়া ট্রাকটি থেকে ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকার৷
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী সোফিয়া ফেলে যাওয়া ট্রাকটিতে মোট ৪০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ ট্রাকটিতে কাঠ বোঝাই করা ছিল এবং এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই কাঠের নিচে লুকিয়ে ছিলেন৷ প্রচণ্ড ঠান্ডায় এবং অক্সিজেনের অভাবে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷
প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফগানিস্তানের নাগরিক বলে জানায় বুলগেরিয়া সরকার৷
দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেটিভ সার্ভাস জানায়, তুরস্ক অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে বুলগেরিয়া প্রবেশ করেছিলেন এই অভিবাসনপ্রত্যাশীরা৷ যাত্রাপথে দুইদিন ধরে তারা ট্রাকের কাঠের নিচে লুকিয়ে ছিলেন৷
উল্লেখ্যে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা বুলগেরিয়াকে ইউরোপে পৌঁছানোর অন্যতম যাত্রপথ হিসেবে ব্যবহার করে থাকে৷
সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বুলগেরিয়ার পুলিশ দেশটির সীমান্তে এক লাখ ৬৪ হাজার প্রবেশ ঠেকিয়েছে৷ ২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৫ হাজার৷
আরআর/এডিকে (এএফপি, এপি রয়টার্স)