1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুলগেরিয়ায় ট্রাক থেকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

১৮ ফেব্রুয়ারি ২০২৩

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় শুক্রবার একটি ট্রাক থেকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ৷

https://p.dw.com/p/4Nh68
Bulgarien 18 Tote in Lkw nahe Sofia entdeckt
ছবি: Georgi Paleykov/NurPhoto/IMAGO

ফেলে যাওয়া ট্রাকটি থেকে ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকার৷

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী সোফিয়া ফেলে যাওয়া  ট্রাকটিতে মোট ৪০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ ট্রাকটিতে কাঠ বোঝাই করা ছিল এবং এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই কাঠের নিচে লুকিয়ে ছিলেন৷ প্রচণ্ড ঠান্ডায় এবং অক্সিজেনের অভাবে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফগানিস্তানের নাগরিক বলে জানায় বুলগেরিয়া সরকার৷

ভূমধ্যসাগর পাড়ি দেয়া কতটা নিরাপদ?

দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেটিভ সার্ভাস জানায়, তুরস্ক অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে বুলগেরিয়া প্রবেশ করেছিলেন এই অভিবাসনপ্রত্যাশীরা৷  যাত্রাপথে দুইদিন ধরে তারা ট্রাকের কাঠের নিচে লুকিয়ে ছিলেন৷

উল্লেখ্যে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা বুলগেরিয়াকে ইউরোপে পৌঁছানোর অন্যতম যাত্রপথ হিসেবে ব্যবহার করে থাকে৷    

সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বুলগেরিয়ার পুলিশ দেশটির সীমান্তে এক লাখ ৬৪ হাজার প্রবেশ ঠেকিয়েছে৷  ২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৫ হাজার৷

আরআর/এডিকে (এএফপি, এপি রয়টার্স)