1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাব্লিউএইচও-র আহ্বান, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

৫ আগস্ট ২০২১

অনেক দেশ টিকাই পায়নি, অথচ কিছু দেশ অতিরিক্ত এক ডোজ দেয়ার পথে হাঁটছে৷  তাই ধনী দেশগুলোকে সেপ্টেম্বর মাস শেষ না হওয়া পর্যন্ত ‘বুস্টার ডোজ' কার্যক্রম স্থগিত রাখতে বলেছে ডাব্লিউএইচও৷ যুক্তরাষ্ট্র তাতে রাজি নয়৷

https://p.dw.com/p/3yaip
Israel Netanya | Impfauffrischung gegen Corona
ছবি: RONEN ZVULUN/REUTERS

ধনী-গরিবের বিসদৃশ বৈষম্য দূর করার উদ্দেশ্যের কথা উল্লেখ করে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)র প্রধান টেড্রস অ্যাডহানম বলেন, ‘‘বিশ্বের সব দেশের অন্তত শতকরা ১০ ভাগ মানুষের টিকা প্রাপ্তি নিশ্চিত করার স্বার্থে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত বুস্টার স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে ডাব্লিউএইচও৷'' যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তাদের নাগরিকদের অতিরিক্ত এক ডোজ টিকা দেয়ার পরিকল্পনা করেছে৷ কয়েকটি দেশ ইতিমধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুও করে দিয়েছে৷

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ দেয়া বন্ধ রাখার আহ্বানে অন্য সব দেশ এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও যুক্তরাষ্ট্র সরাসরি তা প্রত্যাখ্যান করেছে৷ যুক্তরাষ্ট্র মনে করে, নিজেদের কার্যক্রম বন্ধ রেখে অন্য দেশের পাশে দাঁড়ানো একটি ‘ভুল পছন্দ'৷ বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ‘‘ আমরা মনে করি আমরা (অন্য দেশের পাশে দাঁড়ানো এবং নিজের দেশের মানুষদের বুস্টার ডোজ দেয়া) দুটো কাজই করতে পারি, তাই আমাদের সেই পছন্দ অনুযায়ী কাজ করার দরকার নেই৷''

এসিবি/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য