1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

১ এপ্রিল ২০২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ সব রাজনৈতিক সংগঠন ও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া ‘জরুরি বিজ্ঞপ্তি' স্থগিত করেছেন হাইকোর্ট৷

https://p.dw.com/p/4eJAg
ছাত্র রাজনীতি বন্ধে বুয়েটের শিক্ষার্থীদের সমাবেশ
বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরাছবি: Dev

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেন৷

২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেওয়া ‘জরুরি বিজ্ঞপ্তি'র বৈধতা নিয়ে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম আজ রিট আবেদনটি করেন৷ ইমতিয়াজ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য৷

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস৷

হাইকোর্টের এই আদেশ সম্পর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘‘হাইকোর্ট আদেশে যা বলছেন, তা আমাদের মানতে হবে৷ আদালত অবমাননার অভিযোগে আমাদের অভিযুক্ত করা যাবে না৷ আমরা এখনো হাইকোর্টের আদেশ পাইনি৷ আদেশ পেলেই আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবো৷''

এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান