1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েটে আন্দোলন

১৪ জুলাই ২০১২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে অচলবস্থার অবসান ঘটেনি৷ উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণের দাবিতে ছুটির দিনেও ক্যাম্পাসে চলছে শিক্ষক-ছাত্র এবং কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি৷

https://p.dw.com/p/15XQ0
ছবি: Friday - Fotolia.com

তবে উপাচার্য এবং উপ-উপাচার্য আবারো বলেছেন, তারা পদত্যাগ করবেন না৷ আর প্রধানমন্ত্রী কয়েকজনকে অচলবস্থা নিরসনের দায়িত্ব দিলেও আন্দোলনরত শিক্ষকরা উপাচার্য এবং উপ-উপাচার্যের অপসারণ ছাড়া আলোচনায় বসতে নারাজ৷ তাঁরা কথা বলতে চান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে৷

স্বজনপ্রীতি, দুনীর্তি এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে শিক্ষক-ছাত্র এবং কর্মচারীরারা বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বুধবার থেকে৷ ছুটির দিনসহ রাতদিন ২৪ ঘন্টাই বুয়েট ক্যাম্পাসে অবস্থান করছেন তারা৷ তবে উপাচার্য এবং উপ-উপাচার্য এখনো পদত্যাগ না করায় হতাশ হয়ে পড়ছেন ছাত্র-ছাত্রীরা৷ তাঁরা তাদের শিক্ষাজীবন নিয়ে চিন্তিত৷

শিক্ষকরা বলছেন, তাঁরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন৷ অধ্যাপক ড. ইসরাত ইসলাম ডয়চে ভেলেকে বলেন, উপাচার্য এবং উপ-উপাচার্যের উচিত শিক্ষক এবং ছাত্রদের মনোভাবকে সম্মান দেখিয়ে দ্রুত পদত্যাগ করা৷

কিন্তু উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান জানিয়েছেন, তাঁরা পদত্যাগ করবেন না৷ কারণ তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ হয়নি৷ তবে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং প্রয়োজনে আবারো তদন্তের প্রস্তাব দেন তিনি৷

এর জবাবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বলেছেন, তাঁদের আগে সরিয়ে দিতে হবে৷ তারপর আলোচনা বা তদন্তের প্রশ্ন আসবে৷

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সঙ্কট নিরসনে যাদের দায়িত্ব দিয়েছেন তাঁরা ঠিকমত কাজ করছেন না৷ অভিযুক্তদের সঙ্গে কথা বলে তথ্য নিলে তাতে সমাধান আসবে না৷

গত চার মাস ধরে বুয়েটের শিক্ষকরা উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন৷ একমাস আগে শিক্ষকরা প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন৷ কিন্তু তাতেও সমাধান না হওয়ায় বুধবার থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়৷ আর ওইদিন থেকেই উপাচার্য বুয়েট বন্ধ ঘোষণা করেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তাল হয়ে ওঠে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য