1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিং, মেক্সিকো সিটিতে সবচেয়ে বেশি যানজট

৫ জুলাই ২০১০

যানজটে অতিষ্ঠ নন, এমন কোনো অধিবাসীর সন্ধান কি পাওয়া যাবে ঢাকা বা কলকাতায়? নিশ্চয় নয়৷ তবে সাম্প্রতিক এক জরিপ থেকে জানা গেছে, বেইজিং ও মেক্সিকো সিটিতে সবচেয়ে বেশি যানজট হয়ে থাকে৷

https://p.dw.com/p/OAGb
বেইজিং এর রাস্তায় যানজটছবি: AP

জরিপটি করা হয়েছে ২০টি শহরের ওপর৷ আর আট হাজারেরও বেশি চালক অংশ নিয়েছেন এই জরিপে৷ তাঁরা বলছেন, গত তিন বছরে বিশ্বের শহরগুলোতে যানজট বেড়েছে৷ যদিও তালিকায় শীর্ষ স্থান পাওয়া বেইজিং এর চালকরা বলছেন, গত তিন বছরে সেখানে নাকি যানজটের উন্নতি হয়েছে৷

বেইজিং আর মেক্সিকো সিটির পরেই তালিকায় স্থান পেয়েছে জোহানেসবার্গ, মস্কো ও নতুন দিল্লির নাম৷ আর অ্যামেরিকার শহরগুলোর মধ্যে যানজট সবচেয়ে বেশি লস এঞ্জেলসে৷ তবে তালিকায় তার অবস্থান ১৩ নম্বরে৷ লস এঞ্জেলসের পরেই অবস্থান বার্লিনের৷

এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে, কোন্ শহরে যানজট কম, তাইনা? উত্তরটি হলো সুইডেনের স্টকহোম৷

কম্পিউটার প্রতিষ্ঠান আইবিএম-এর করা এই জরিপে বলা হয়েছে, সবচেয়ে বড় যানজট লাগে মস্কোতে৷ সেখানে একেকটি যানজট থেকে মুক্তি পেতে নাকি সময় লাগে গড়ে আড়াই ঘন্টা৷ যেখানে বিশ্বব্যাপী গড়ে সময় লাগে এক ঘন্টা৷ আর এদিকে বুয়েনস আইরেস, মেলবোর্ন ও স্টকহোমের শতকরা ২৫ ভাগ বা তারও বেশি মানুষ বলেছে যে, তাঁরা কখনো যানজটের মধ্যে পড়েনি৷

আরও যেসব শহরের উপর জরিপটি পরিচালনা করা হয়েছে সেগুলো হলো, সাও পাওলো, মিলান, মাদ্রিদ, লন্ডন, প্যারিস, টরেন্টো, আমস্টারডাম, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক ও হিউস্টন৷

জরিপ প্রতিষ্ঠান আইবিএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তা নাভিম লাম্বা বলেছেন, বর্তমান সময়ে শুধু রাস্তার পরিমাণ বাড়িয়ে যানজট কমানো সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন বেশ কয়েকটি উপায় একসঙ্গে বাস্তবায়ন করা৷

মানুষের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও সামাজিক জীবনের উপর যানজট ব্যাপক প্রভাব ফেলে বলে জরিপ প্রতিবেদনে বলা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক